বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

থ্রিলার ওয়েব ফিল্মে ইরফান সাজ্জাদের জোড়া নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

‘গিরগিটি’-এর শুটিং পরিকল্পনা দেখে মনে হয়নি এটা বাংলাদেশের সিরিজ: ইরফান
ইরফান সাজ্জাদ

প্রথমবারের মতো অভিনেতা ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দীঘি। সঙ্গে আছেন আশনা হাবিব ভাবনা। ডার্ক থ্রিলার ওয়েব ফিল্মে একসঙ্গে হচ্ছেন তিন তারকা। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। তবে চূড়ান্ত হয়নি ওয়েব ফিল্মের নাম ।  

‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ ওয়েব ফিল্মে দিয়ে প্রশংসা কুড়ানো সুমন ধর জানিয়েছেন, নতুন এই কাজেও ভিন্নধর্মী গল্প তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সংবাদমাধ্যমের কাছে আপাতত গল্পের বিস্তারিত প্রকাশ করতে না চাইলেও তিনি জানান, এটি একটি গল্পনির্ভর থ্রিলার, যা দর্শকের আগ্রহ ধরে রাখবে।  


বিজ্ঞাপন


ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী দীঘি। তিনি বলেন, ‘সুমন ধর সব সময় আলাদা ধরনের গল্পে কাজ করেন। তার সঙ্গে আগের কাজগুলোর অভিজ্ঞতা ভালো ছিল। নতুন এই কাজটিও দর্শকের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

dighi_g

ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনার সঙ্গে এটি দীঘির প্রথম কাজ। সহশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবার একসঙ্গে কাজ করলেও অভিজ্ঞতা দারুণ। সবাই খুব সহযোগিতাপূর্ণ, শুটিংও বেশ উপভোগ্য হচ্ছে।’


বিজ্ঞাপন


সুমন ধর বলেন, ‘গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করেছি। সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। আশা করছি দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন রোজার ঈদকে সামনে রেখে ওয়েব ফিল্মটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিগগিরই নাম ও মুক্তির প্ল্যাটফর্ম জানানো হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর