সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ওই দেশটা বড় কিন্তু মনটা ছোট, মুস্তাফিজ প্রসঙ্গে ইরফান সাজ্জাদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

ওই দেশটা বড় কিন্তু মনটা ছোট, মুস্তাফিজ প্রসঙ্গে ইরফান সাজ্জাদ 

আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে ১২ কোটি ৪০ লাখ টাকায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এবারের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি দল পেয়েছেন। কিন্তু ভারতের কঠোর পন্থীদের বাঁধার মুখে কেকেআর থেকে বাদ পড়েছেন কাটার মাস্টার। 

সম্প্রতি ভারতের কঠোর পন্থী  ধর্মীয় নেতারা কলকাতা নাইট রাইডার্সের লেখা চলাকালীন ম্যাচে পিচ আক্রমণের হুমকি দেন। এমনকি কেকেআর মালিক শাহরুখ খানকেও দেশদ্রোহী বলে কটাক্ষ করেন বিজেপি নেতা। বর্তমানে মুস্তাফিজ ইস্যুতে উত্তাপ ভারত। তাই বাধ্য হয়ে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে কেকেআর। এক বিবৃতিতে অনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরুখের মালিকানাধীন দলটি।  

image

এদিকে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভালো ভাবে নেননি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সামাজিক মাধ্যমে ভারতীয়দের তুলাধুনা করছে কাটার মাস্টারের ভক্তরা। বাদ যাননি শোবিজ তারকারা। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে এক পোস্টে অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ওই দেশটা বড়, কিন্তু মনটা বরাবরই ছোট! যাইহোক ভালোই হয়েছে আমাদের ছেলে আমাদের কাছে নিরাপদ থাক।’ 

অভিনেতার এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। একজন লিখেছেন,’আমাদের ঘরের ছেলে আমাদের কাছেই নিরাপদ’। অন্য একজন লিখেছেন, ‘আমি মনে করি বিশ্ব কাপে বাংলাদেশের উচিত ভারতের মাটিতে না খেলে শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ খেলা।’

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর