সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অন্য নায়করা শামীম হাসানের নামে বদনাম করায়, দাবি অভিনেতার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

অন্য নায়করা শামীম হাসানের নামে বদনাম করায়, দাবি অভিনেতার 

যতটা আলোচিত ততটাই সমালোচিত অভিনেতা শামীম হাসান সরকার। তারপরও যেন ইউটিউবে হিট মেশিন। তার নাটকগুলো ভিউয়ের দিক থেকে পিছিয়ে নেই। সমসাময়িকরা ওটিটিতে নাম লেখালেও শামীম নেই সে তালিকায়। অভিনেতার দাবি তার নামে অন্য নায়কেরা বদনাম ছড়ায়। সে কারণেই পিছিয়ে আছেন তিনি।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন শামীম। আপনার নিজের কোনো ঘাটতি আছে বলে মনে হয়? জবাবে শামীম বলেন, ‘যেসব টিম বা পরিচালক ওটিটির কাজ বেশি করছেন, তাঁদের সঙ্গে আমার খুব একটা আড্ডা বা হাই হ্যালো হয় না। কারও সঙ্গে পরিচয় নাই, যে কারণে যোগাযোগ গড়ে ওঠেনি। এটা হয়তো আমারই ব্যর্থতা। একটা কথা কেন যেন প্রায়ই মনে হয়, অনেকের কাছেই আমার বদনাম বেশি। কেউ এই বদনাম ছড়ায়।’

shamim_hasana_20250826_112235359

কী ধরনের বদনাম? এরকম প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি ২০১৮ সাল থেকে নিয়মিত কাজ করি। সেই সময়ে ইউটিউবকেন্দ্রিক বেশ কিছু কাজ করেছিলাম। তখন এক শ্রেণি ইউটিউবার বলে ছোট করার চেষ্টা করত। হয়তো তারাই সেই কাজগুলো, নিজেদের বানানো গল্প দিয়ে আমাকে জিইয়ে রাখতে চায়। একই গল্প তারা বারবার শোনাচ্ছে। সেটা এক অর্থে হাস্যকর। কারণ, আমি প্রতিনিয়ত নিজেকে ভাঙছি। অভিনয় শিখছি, চেষ্টা করছি। কিন্তু একটা শ্রেণি চায় নানাভাবে আমাকে পিছিয়ে দিতে।’

তার কথায়, ‘এটা বিভিন্নভাবে হয়। এমনও হয়, আমারই কোনো সহকর্মীর ইশারায় কেউ হয়তো আমার সহশিল্পী হিসেবে টিমে কাজ করবে। পরে সেই সহশিল্পী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য পাঁচজনের কাছে আমার বদনাম করবে। আমার মার্কেট নষ্ট করার চেষ্টা করবে। এই বদনামগুলো অন্য নায়করাই করায়। কিন্তু সৎ পথে থাকলে কেউ কারও খুব একটা ক্ষতি করতে পারে না। আমি আমার জায়গায় ঠিক আছি। যে কারণে এখন বুঝতে পারি বদনাম কমছে। গত চার–পাঁচ মাস আমার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ শুনিনি।’

Shamim_20250812_154511395

গেল মাসে একগুচ্ছ নাটক নিয়ে ব্যস্ত ছিলেন শামীম। এরমধ্যে ছিল ‘আতা অ্যান্ড তোতা ব্রাদার্স’, ‘সার্টিফিকেট’। সম্প্রতি ‘কাশ্মীরি বউ’ নামের নাটকে দেখা গেছে তাকে। এতে শামীমের বিপরীতে ছিলেন জেবা জান্নাত। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর