রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তানভীরের পরিচালনায় শামীম-সামান্তা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

তানভীরের পরিচালনায় শামীম-সামান্তা

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ নিয়মিত জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করছেন তাঁরা। দুই অভিনয়শিল্পী প্রথম জুটি বেঁধে অভিনয় করেন ‘হাউজ হাসবেন্ড’ নাটকে। এরপর বেশকিছু নাটকে দেখা যায় তাঁদের ।

সম্প্রতি শামীম-সামান্তা জুটি বেঁধেছেন ‘ইন এ রিলেশনশিপ’ নাটকে। স্যাড ও রোমান্টিক ঘরানার এ নাটকের মাধ্যমে প্রথমবার পরিচালনায় নাম লেখালেন প্রযোজক রাকিবুল হাসান তানভীর। লুমিনো পিকচার্স-এর ব্যানারে তিনি সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সুস্ময় সুমন।


বিজ্ঞাপন


নির্মাতা জানান, নাটকটিতে সমসাময়িক ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানসিক দ্বন্দ্ব খুব সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে।

পরিচালক রাকিবুল হাসান তানভীর বলেন, ‘এটা আমার পরিচালনায় প্রথম কাজ। আমি সবসময় প্রযোজনা করলেও এবার ভিন্নভাবে নিজেই ক্যামেরার পেছনে দাঁড়িয়েছি। দর্শকদের জন্য হৃদয়ছোঁয়া একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার ভালো লাগবে।’

অভিনেত্রী সামান্তা পারভেজ বলেন, ‘দারুণ একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এর আগেও আমাদের জুটির নাটক দর্শক পছন্দ করেছে। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভালো লাগবে।’

জানা গেছে, খুব শিগগিরই ‘ইন এ রিলেশনশিপ’ নামের নাটকটি লুমিনো পিকচার্স-এর অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর