ছোট পর্দার অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সরব। সাম্প্রতিক নানা ইস্যুতে নিজের মন্তব্য তুলে ধরেন। এবার দেশের দুর্নীতি বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা।
আজ মঙ্গলবার (১২ জুলাই) নিজের ফেসবুকে একটি পোস্টে অভিনেতা লেখেন, ‘শ্রীলংকায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব। আমাদের বিপ্লবের পর বিপ্লব গায়েব!’ অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা তাঁর কথার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

এর আগে একটি পোস্টে সিলেটের সাদা পাথর সরিয়ে ফেলার ঘটনায় প্রতিক্রায় জানান শামীম। ওই পোস্টে তিনি খেলেন, ‘বাংলাদেশের ভূখন্ড প্রাকৃতিক সৌন্দর্য পাওয়ার যোগ্য কিন্তু বাংলাদেশের মানুষ সেটা ডিজারভ করে না। একারণেই শুধু সিলেট না সব এলাকা ধ্বংস হবে। এরপর মরুভুমিতে ফোটানো ফুল দুবাই গিয়ে লেবার হিসাবে কাজ করবে! দেশপ্রেম ফেসবুকে না রেখে বুকে রাখলে এই দিন দেখা লাগতো না!’
বলে রাখা ভালো, শামীম ‘ম্যাংগো স্কোয়াড’ নামক ইউটিউব চ্যানেলে কনটেন্ট নির্মাণের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান। এরপর ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং ‘ফ্যামিলি ক্রাইসিস’ অভিনয়ের সুবাদে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।
ইএইচ/

