ভারতের গুয়াহাটিতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। শুক্রবার (২ জানুয়ারি) শুক্রবার মধ্যে রাতে গুয়াহাটির জু রোডের ঘটনাটি ঘটে। একই দুঘটনায় আহত হয়েছেন একজন মোটরসাইকেলের আরোহী। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জু রোডের ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেলের সামনে রাত প্রায় বারোটা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বলেন, দিসপুর দিক থেকে আসা একটি অ্যাভেঞ্জার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশিস ও রুপালিকে ধাক্কা দেয়। এদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দার বক্তব্য, বাইক আর পথচারীদের মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে চালক ভারসাম্য হারান। ফলে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সংঘর্ষে বাইক চালকও মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুয়াহাটির গীতানগর থানার পুলিশ। আহত মোটরসাইকেল চালককে জরুরি চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আশিস-রুপালিকে নিয়ে যাওয়া হয় গুয়াাহাটির অ্যাপোলো হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সড়ক দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় অভিনেতা আশিস বলেন, ‘রুপালি আর আমি রাস্তা পার হচ্ছিলাম তখন একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমরা দুইজনেই ঠিক আছি। রুপালি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে তবে সবকিছু স্বাভাবিক। আমারও সামান্য চোট লেগেছে।’
বিজ্ঞাপন
আহত বাইক চালক ইতোমধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন। ভিডিও বার্তায় অভিনেতা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ করেছেন।

