আশীষ বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৩, ১২:০০ পিএম
আশীষ বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী

বলিউড ও দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী, ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। ভালোবেসে মালা পরিয়ে দিয়েছেন প্রেমিকা রূপালি বড়ুয়াকে। এ ঘটনার পরপরই খবরটি ছড়িয়ে পড়ে। এরপরই সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন অভিনেতার প্রাক্তন স্ত্রী রাজশী বড়ুয়া।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্টে মনের কথা লিখেছেন রাজশী। একটিতে লেখেন,'যে আপনার জীবনে যে সঠিক মানুষ সে কখনও বুঝতেই দেবে না আপনি তার জীবনে কী ভূমিকা রাখেন। তারা এমন কোনও কোনও কাজ করবে না যা আপনাকে আঘাত করবে।'

আরও এক পোস্টে তিনি লিখেছেন, 'এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাভাবনা আর সন্দেহ মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার জীবন শান্তিপূর্ণ হোক। আপনি অনেক শক্তিশালী। সকলের আশীর্বাদ প্রয়োজন। কারণ এটা আপনার প্রাপ্য।'

এদিকে গতকাল বৃহস্পতিবার রূপালিকে বিয়ে করে সংবাদমাধ্যমকে আশীষ বলেন, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’

সেসময় রূপালির সঙ্গে মন দেওয়া নেওয়া নিয়ে অভিনেতা বলেন, ‘সেটা লম্বা গল্প, তা না হয় পরে একদিন শোনাব’। তবে তাদের পরিচয় যে অল্পদিনের তা স্পষ্ট করেছেন আশিস-রূপালি।

অভিনেত্রী ও গায়িকা রাজশির সঙ্গে বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। সে ঘরে এক পুত্র সন্তান রয়েছে। একসময় রেডিও জকি হিসেবে কাজ করতেন রাজশী।