বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘থ্রি ইডিয়টস ২’-এর খবরটি গুজব: আমির খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

‘থ্রি ইডিয়টস ২’-এর খবরটি গুজব: আমির খান 

মানুষ ভোলেনি র‍্যাঞ্চো, ফারহানদের। এবার তাদের বন্ধুত্বের নতুন সমীকরণ দেখার পালা। সঙ্গে থাকছে তাদের নতুন নতুন অ্যাডভেঞ্চার। এরকমই জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এবার মুখ খুললেন ছবির দুই প্রধান অভিনেতা আমির খান ও আর মাধবন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাধবন স্পষ্ট জানান, এই মুহূর্তে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে কোনো আলোচনা হয়নি। তার মতে, ছবির তিন বন্ধুর গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে আবার নতুন করে শুরু করা মোটেও সহজ নয়। সময় বদলেছে, চরিত্রগুলোর বয়স বেড়েছে, আর দর্শকের প্রত্যাশাও এখন আলাদা। 

3-idiots_20251209_134952503

পর্দার ফারহান বেশ মজা করেই বলেন,“আমরা এখন আর কলেজের ছাত্র নই। তাহলে গল্পটা যাবে কোথায়? শুধু জনপ্রিয়তার জন্য সিক্যুয়েল বানানো হলে সেটা বরং ছবির ভাবনার সঙ্গেই বেমানান হবে।” 

এদিকে ছবির প্রধান চরিত্রের অভিনেতা আমির খানও একই সুরে কথা বলেছেন। জানিয়েছেন তার কাছে এখনও এ ধরণের কোনো প্রস্তাব আসেনি। তার কথায়, “ভালো গল্প পেলে আমি অবশ্যই সিক্যুয়েল করতে চাইব। কিন্তু এখন যা চলছে, তার সবটাই গুজব।”

ufqoqd4_kareena-aamir-in-3-idiots_625x300_08_December_25_20251209_135006137

২০০৯ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির ব্লকবাস্টার সিনেমাটি। ছবির দ্বিতীয় অধ্যায় ‘থ্রি ইডিয়টস ২’ মুক্তি পাবে ২০২৬ সালে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর