দেড় দশক আগে পালিয়ে বিয়ে করেন আমির খান ও কারিনা কাপুর। ১৬ বছর পর ফের এক হচ্ছেন তারা। তবে কি সাইফ আলী খানের কপাল পুড়ল! এরকম ভাবার সুযোগ নেই। কেননা ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় দুজনকে পালিয়ে বিয়ে করতে দেখা গিয়েছিল। এবার তাদের দেখা যাবে ছবির সিক্যুয়েল ‘থ্রি ইডিয়টস ২’-এ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এদিকে মানুষ ভোলেনি র্যাঞ্চো ও ফারহানদের। এবার তাদের বন্ধুত্বের নতুন সমীকরণ দেখার পালা। সঙ্গে থাকছে তাদের নতুন নতুন অ্যাডভেঞ্চার। এরকমই জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি।
বিজ্ঞাপন
বলিউড সূত্রে খবর, কাস্টিংয়ের হেরফের হচ্ছে না। এবারও থাকছেন আমির খান ও কারিনা কাপুর। র্যাঞ্চোর দুই বন্ধু রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছেন শরমন যোশি এবং আর মাধবন। চিত্রনাট্যের কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে।

প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, ছাব্বিশ সালের মাঝামাঝি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। রি-ইউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। টিমের সকলেই মনে করছেন পুরোনো ম্যাজিক ফিরতে চলেছে। আর এই শুটিং যে আগেরবারের মতোই মজার হবে, এই বিষয়েও নিশ্চিত তারা।
বিজ্ঞাপন
এদিকে ১৬ বছর আগের এ ছবিতে পালিয়ে বিয়ে করেন আমির-কারিনা। এবার কোথা থেকে শুরু হবে গল্প? প্রশ্নের জবাব দেননি পরিচালক রাজকুমার হিরানি। শুধু জানিয়েছেন এবারও চমক থাকছে। জানা গেছে এ ছবির জন্য আমিরের সঙ্গে অন্য একটি ছবির কাজ স্থগিত রেখেছেন রাজকুমার।

২০০৯ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির ব্লকবাস্টার সিনেমাটি। ছবির দ্বিতীয় অধ্যায় ‘থ্রি ইডিয়টস ২’ মুক্তি পাবে ২০২৬ সালে।

