শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার শিকার জনপ্রিয় মালয়ালম অভিনেতা বিনায়কন। ‘আদু ৩’ সিনেমার শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এ দুর্ঘটনায় ঘাড় ও কাঁধে আঘাত পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, আঘাত গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত কেরালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
বিজ্ঞাপন
হাসপাতাল থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা বিনায়কন জানান, তাঁর ঘাড়ের একটি অংশ ভীষণভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। তিনি বলেন, ‘আমার ঘাড়ে চোট লেগেছে। যদি দুইদিন আগে এটি ধরা না পড়ত, তবে চিরতরে পঙ্গু হয়ে যেতাম।’ চিকিৎসকরা তাঁকে ছয় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

মিথুন ম্যানুয়েল থমাস পরিচালিত ‘আদু’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘আদু ৩’। ছবিতে জাসুরিয়া ‘শাজি পাপ্পান’ চরিত্রে অভিনয় করছেন। বিনায়কন ছাড়াও আরও অভিনয় করছেন বিজয় বাবু এবং সাইজু কুরুপ। আগামী বছরের মার্চ মাসে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্তের ব্লকবাস্টার ‘জেলার’ সিনেমায় ভিলেন ‘বর্মন’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান বিনায়কন। ইতোমধ্যে ‘জেলার ২’-এর শুটিং শেষ করেছেন। প্রথম পার্টে বিনায়কনের চরিত্রের মৃত্যু হলেও সিকুয়েলে তিনি কীভাবে ফিরছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

