শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার রজনীকান্তের সিনেমায় মিঠুন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

এবার রজনীকান্তের সিনেমায় মিঠুন 

মিঠুন চক্রবর্তীর রাজত্ব টলিউড-বলিউডে। অন্যদিকে রজনীকান্ত দক্ষীণ চলচ্চিত্রাঙ্গনের রাজা। এবার ভারতীয় বিনোদন অঙ্গনের দুই সুপারস্টার এক হচ্ছেন। ‘জেলার ২’ছবিতে দেখা যাবে তাদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

এরইমধ্যে শুরু হয়েছে ছবির শুটিংয়ের কাজ। মিঠুনু যোগ দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। চলতি সপ্তাহে যোগ দেবেন রজনী। ছবির পরিচালক নেলসন দিলীপকুমার।


বিজ্ঞাপন


তবে মিঠুন-রজনীর স্ক্রিন শেয়ারের ঘটনা এবার-ই প্রথম না। এর আগেও এক হয়েছেন এ দুই মহীরুহ। মিঠুনের ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’তে ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন রজনীকান্ত। এবার ফের একসঙ্গে দেখা যাবে দু’জনকে।

‘জেলার’ মুক্তি পায় ২০২৩ সালে। এটিরও পরিচালক ছিলেন নেলসন দিলীপকুমার। ৬০০ কোটি রুপি ঘরে তুলেছিল ছবিটি। এর সিক্যুয়েলের শুটিং চেন্নাই-সহ ভারতের বিভিন্ন জায়গায়। 

এদিকে সিনেমা হলে রমরমিয়ে চলছে রজনীকান্তের ‘কুলি’। ১৪ আগস্ট মুক্তিপ্রাপ্ত ছবিটি এরইমধ্যে তুলে নিয়েছে ৪০০ কোটি রুপি। ছবিটিতে তার সঙ্গে দেখা গেছে আমির খানকেও। এবার দেখা মিলবে মিঠুনের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর