গত ১৮ ডিসেম্বর রাতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিনে সনাতন ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর পুড়িয়া দেওয়া হয়। এমন পরিস্থিতিতে দেশের শোবিজ তারকাদের পাশাপাশি ওপার বাংলার শিল্পীরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। খুবই দুঃখিত এই পরিস্থিতির জন্য। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতে হবে।’

এর আগে জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে— সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিষ্টান। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। দেশ বাঁচানোর নামে অর্ধেক টাকা অস্ত্র কিনতেই চলে যাচ্ছে।’
দেব যোগ করেন, ‘মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চিনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুন। সবাই ভালো থাকুন।’

এই তারকা আরও বলেন, ‘আসলে তো দুইবেলার খাবার আর মাথায় একটা ছাদ। বাড়িতে যাঁরা আছেন তাঁদের ভালো রাখা। তাঁর জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয় আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা যেন সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না-চলুক আমরা যেন ভালো থাকি।’
এর আগে টলিউড তারকা চিরঞ্জিৎ চক্রবর্তী, কোয়েল মল্লিক ও প্রমিতা মল্লিক উদ্বেগ জানিয়েছিলেন।

