শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎গানে গানে ও প্লাকার্ড হাতে ছায়ানটের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

‎গানে গানে ও প্লাকার্ড হাতে ছায়ানটের সামনে বিক্ষোভ

‎হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের সামনে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীরা।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ধানমন্ডির শংকরে ছায়ানটের সামনে গান গেয়ে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ জানান।

‎ওসমান হাদির খুনিদের বিচার চাই, পত্রিকা-বিদ্যালয়ে আগুন নয়, শিশুরা কাঁদছে, বিদ্যালয়-আগুন বই পুড়ছে, ছায়ানটে হামলা কেন? ছায়ানটে হামলাকারীদের গ্রেফতার ও বিচার কর, সংস্কৃতির ওপর আক্রমণ কেন? ছায়ানটে হামলার বিচার চাই, মব সন্ত্রাসীদের প্রতিরোধ করো সহ নানা রকম প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে তারা।

Pro

‎এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ছায়ানট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনার কথা বলেন।

‎একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর