নায়িকারা সাধারণত নিজের চেহারায় কোনো খুঁত রাখতে চান না। নিখুঁত দেখাতে তারা সার্জারির আশ্রয় নেন। এটা আজকাল সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেন না। তাই নায়িকাদের নানাভাবে কটাক্ষের শিকার হতে হয়।
সম্প্রতি এক ব্যক্তি একটি ভিডিওতে দাবি করেন, বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং নাকি মুখে একাধিক কসমেটিক সার্জারি করিয়েছেন। ফলে তাঁর চেহারায় পরিবর্তন এসেছে। ওই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। এবং নেটিজেনরা অভিনেত্রীকে কটাক্ষ করতে শুরু করেন। যা নজর এড়ায়নি অভিনেত্রীর। এ দাবিতে ক্ষুব্ধ রাকুল।
অভিনেত্রীর বিরুদ্ধে করা অভিযোগকারীর ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট প্রকাশ করে কড়া ভাষায় তার জবাব দিয়েছেন। অভিনেত্রী লেখেন, ‘ফ্রড অ্যালার্ট- ভয়ংকর বিষয় হলো এ ধরনের মানুষগুলো নিজেকে ডাক্তার বলে দাবি করছেন। কিন্তু কোনোরকম সত্যতা যাচাই না করেই ভিত্তিহীন মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করছেন।’
কেউ যদি নিজের ইচ্ছায় অস্ত্রোপচার করেন তা নিয়ে কোনো আপত্তি করার অধিকার কারও নেই উল্লেখ করে রকুল লেখেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে প্রাচীন ও আধুনিক বিজ্ঞান দুটোই বুঝি। কেউ যদি সার্জারি করেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওজন কমা বা চেহারার পরিবর্তন যে কঠোর পরিশ্রম, শরীরচর্চা আর শৃঙ্খলার ফলে হতে পারে- এই কথাটা কি কারও অজানা?’
বিজ্ঞাপন

এর আগে এক ভিডিওতে ওই ব্যক্তি দাবি করেছিলেন, রাকুল মুখের গঠন বদলাতে ফিলার ও বোটক্স নিয়েছেন। এমনকি নাকের অস্ত্রোপচারও করিয়েছেন। যদিও এ সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন।
রাকুলকে সবশেষে দেখা গেছে ‘দে দে প্যার দে-২’ ছবিতে। রাকুল ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আর মাধবন, অজয় দেবগন ও মিজান জাফরি।
ইএইচ/

