বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনে হলো শরীরের ওপর থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে: রাকুল প্রীত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

মনে হলো শরীর থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছ: রাকুল প্রীত

একের পর এক বিপদ এসে ভর করছে ভারতীয় অভিনেত্রী রকুল প্রীত সিং ও তার পরিবারের কাঁধে। কদিন আগে মাদকাণ্ডে গ্রেফতার হন তার ভাই। এরপর আর্থিক বিপর্যয় ঘটে স্বামী ও শ্বশুরের প্রযোজনা সংস্থায়। এবার বিপদ এসে খুবলে দিল অভিনেত্রীকে। শরীর চর্চা করতে গিয়ে অসুস্থ অভিনেত্রী। হারিয়েছিলেন চলার ক্ষমতাও।

ভারতীয় সংবাদমাধ্যমকে রাকুল বলেন, ‘৫ অক্টোবর আমি ৮০ কেজি ওজনের একটা ডেডলিফট তুলেছিলাম। তখনই আমি আমার টেলবোনে ব্যথা অনুভব করলাম। তবে আমি থামিনি, যা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি ওয়ার্কআউট চালিয়ে গেলাম, তারপর সেখান থেকে সোজা শুটিংয়ে চলে গেলাম। এরপর সন্ধ্যার দিকে আমার খুব ভয়ানক ব্যাথা লাগে, নিজে  পোশাকও পরতে পারিনি। কারণ সামনের দিকে ঝুঁকতে পারছিলাম না।’


বিজ্ঞাপন


1726991113_rakul

এরপর বলেন, ‘তবে তখনও বুঝতে পারিনি, ভাবলাম টান লেগেছে। তাই ব্যথা নিয়ে শুটিং করতে থাকি। এরপর ১০ তারিখের তারিখের মধ্যে এটা ভয়ানকভাবে বেড়ে যায়। সেটা এতটাই ছিল যে আমি যখন আমার জন্মদিনের পার্টির জন্য প্রস্তুত হচ্ছিলাম, মনে হচ্ছিল আমার শরীরের নিচের অংশ ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর ব্যথায় অজ্ঞান হয়ে যাই, প্রেসারও কমে গিয়েছিল। আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো তারপর থেকে টানা ১০ দিন বিছানায় শয্যাশায়ী। বেড রেস্টও নয় কিন্তু একেবারে শয্যাশায়ী ছিলাম।’

অভিনেত্রীর এই কঠিন সময়ে পাশে আছেন স্বামী জ্যাকি। স্ত্রীর সেবা শুশ্রূষার ভাড় নিজের কাধে তুলে নিয়েছেন। এতে কৃতজ্ঞতা স্বীকার করেছেন রাকুল। তার কথায়, ‘এই সময় জীবনসঙ্গী হিসাবে শুধুমাত্র শারীরিকভাবে বোঝাটাই গুরুত্বপূর্ণ নয়। সেসময় আমার মতো কাজপাগল মানুষের শারীরিকভাবেও ভীষণ ক্ষতি হয়েছিল। আর শুধু এটা ১০ দিনের বিষয় নয়, এখনও আমি ১০০ শতাংশ সুস্থ নই, তবে জ্যাকি আমার সর্বক্ষণ পাশে থেকেছে। ও কঠিন পরিস্থিতিও সুন্দরভাবে সামলে নিতে পারে। আমি জ্যাকির কাছে কৃতজ্ঞ।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর