প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে কয়েক বছর ধরেই জমিয়ে প্রেম করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রাকুলপ্রীত সিং। এবার সারলেন বিয়ে। গতকাল বুধবার গাঁটছড়া বেঁধেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতের দক্ষিণ গোয়ায় সমুদ্রের ধারে এক হোটেলে বসেছিল রাকুল-জ্যাকির বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বলি তারকাদের অনেকে। আত্মীয়-পরিজন ও কাছের বন্ধুদের উপস্থিতিতে দাম্পত্যজীবন শুরু করলেন দু’জনে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মোদির কারণে বদলে গেল বলিউড নায়িকার বিয়ের পরিকল্পনা!
গত ১৯ ফেব্রুয়ারি থেকে বিবাহ-পূর্ববর্তী সমস্ত অনুষ্ঠান শুরু হয়। গত শনিবার বাড়ির সদস্যদের সঙ্গে নিয়ে গোয়ায় উড়ে যান নবদম্পতি। পরের দিন থেকে বিয়েকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান হয় সেখানে। মেহেদি, সংগীত, হলুদ— একে একে সব উদ্যাপন পেরিয়ে সেই মাহেন্দ্রক্ষণে সাত পাক ঘুরলেন রকুল-জ্যাকি।
আরও পড়ুন: মা হচ্ছেন দীপিকা
ভারতে বিয়ের আয়োজন করার ইচ্ছা ছিল না রাকুল-জ্যাকির। পরিকল্পনা ছিল দেশের বাইরে বসাবেন বিয়ের আসর। কিন্তু ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে।
বিজ্ঞাপন
গত বছরের শেষের দিকে এক ভাষণে মোদি আর্জি রাখেন, যাদের জাঁকজমক করে বিয়ে বা যে কোনও সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে— তারা যেন দেশের কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। মোদির সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেন রাকুলপ্রীত ও জ্যাকি। পশ্চিম এশিয়ার বদলে এ বার ভারতের মাটিতেই বিয়ে সারলেন তারা।

