ধুন্ধুমার ব্যবসা করছে ‘ধুরন্ধর’। ‘সাইয়ারা’, ‘পুষ্পা ২’-এর রেকর্ড দাঁড়াতে পারেনি সামনে। আয়ের ঝুলি ফুলে ফেঁপে উঠেছে এরইমধ্যে। এ ছবিতে হামজা আলী মাজহারি হয়ে চমকে দিয়েছেন রণবীর সিং। চলুন জেনে নেওয়া যাক রণবীরের আয় ও সম্পত্তির পরিমাণ সম্পর্কে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামজা মাজহারি চরিত্রে অভিনয় করতে ৪০ কোটি রুপি নিয়েছেন রণবীর। সিনেমার জন্য তিনি সাধারণত ৩৫-৫০ কোটি নিয়ে থাকেন। এ অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি রুপি।

অভিনয়ের পাশাপাশি পণ্যের প্রচার করে থাকেন রণবীর। বিভিন্ন ব্র্যান্ডের মুখ তিনি। ব্র্যান্ডের প্রচারের জন্য ৩-৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। সোশ্যাল মিডিয়ায় কোনো ব্র্যান্ডের হয়ে একটি পোস্ট করতে রণবীর নেন ৮০ লাখ রুপি।
বি-টাউনের অন্যতম ধনী এ অভিনেতা বিনিয়োগ ব্যবসাও আছে।, মুম্বাইয়ে রয়েছে পাঁচ কামরার একটি বিলাসবহুল ফ্ল্যাট, যার দাম ৪০ কোটি রুপি। বান্দ্রায় সমুদ্রমুখী একটি বাড়ি রয়েছে তার। দাম ১১৯ কোটি। এ ছাড়াও ২২ কোটি মূল্যের আরও একটি বাড়ি আছে তার।
_20251215_123841509.jpg)
গাড়ির সংখ্যাও কম না রণবীরের। রেঞ্জ রোভার, অ্যাস্টন মার্টিন থেকে শুরু করে জাগুয়ার, মার্সিডিজ বেঞ্জ, ল্যাম্বরগিনি রয়েছে তার গ্যারাজে। ৭ লাখ রুপির ভিন্টেজ বাইকও রয়েছে। তার ভ্যানিটি ভ্যানের মূল্য ৮০ লাখ।

