বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ধুরন্ধর’ নিয়ে মন্তব্য, ভারত বিরোধিতার অভিযোগ হৃতিকের ওপর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

‘ধুরন্ধর’ নিয়ে মন্তব্য, ভারত বিরোধিতার অভিযোগ হৃতিকের ওপর 

সিনেমা হলে রমরমিয়ে চললেও ‘ধুরন্ধর’-এ নাখোশ পাকিস্তান। দেশটির অভিযোগ, অযৌক্তিকভাবে সন্ত্রাসবাদের দায় চাপাচ্ছে ভারত। রণবীরের সিনেমাটি নিয়ে মন্তব্য করতেই ভারতের জাতীয়তাবোধের বিরোধিতার অভিযোগ হৃতিক রোশনের বিরুদ্ধে। 

ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদিত্য ধরের ‘ধুরন্ধর’ নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন হৃতিক। সেখানে অভিনেতা জানিয়েছেন সিনেমাটির রাজনীতির সঙ্গে তিনি একমত নন।


বিজ্ঞাপন


তার কথায়, “আমি ছবি ভালোবাসি। আমি তাদের ভালোবাসি, যারা ছবির গল্পকেই সবটা নিয়ন্ত্রণ করতে দেয়। ‘ধুরন্ধর’ তেমনই একটি ছবি। যেভাবে গল্প বলা হয়েছে, তা সত্যিই দারুণ। একেই বলেই সিনেমা।”

এরপর বলেন, “আমি হয়তো ছবির রাজনীতির সঙ্গে সহমত নই। চিত্রনির্মাতা হিসাবে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে সারা বিশ্বের নাগরিকের কাছে, সেই বিষয়েও আমি তর্ক করতে পারি। কিন্তু এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সিনেমার ছাত্র হিসাবে এই ছবির নির্মাণ থেকে আমি অনেক কিছু শিখেছি। অসাধারণ।”

এরপর-ই ভারতীয় নেটিজেনরা চটেছেন কৃষের ওপর। তাদের অভিযোগ, পোস্টটির মাধ্যমে ভারতীয় জাতীয়তাবোধের বিরোধিতা করেছেন অভিনেতা। তিনি নিজের দেশের মানুষকে ছোট করেছেন বলেও মনে করছেন অনেকে। 

‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর। ৫ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন ও সারা অর্জুন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর