শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসির অনুষ্ঠানে ভাঙচুর, কেটে পড়েন শাহরুখ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

মেসির অনুষ্ঠানে ভাঙচুর, কেটে পড়েন শাহরুখ 

বিশ্ব ফুটবলের বিস্ময়মানব মেসিকে দেখতে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ঢল নেমেছিল দর্শকের। হাজির হয়েছিলেন বলিউড কিং শাহরুখও। কিন্তু হঠাৎ ক্ষুব্ধ জনতার ভাঙচুর। অমনি কেটে পড়লেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আগে থেকেই দর্শকে উপচে পড়ছিল যুবভারতী। কিন্তু মেসি মঞ্চে আসতেই পাল্টে যায় চিত্র। কেননা শনিবার নির্ধারিত সময় মেসি স্টেডিয়ামে এলে উৎসুক আয়োজকসহ অন্যদের সেলফির শিকার হন তিনি। 


বিজ্ঞাপন


সব মিলিয়ে জনা পঞ্চাশ লোক ঘিরে ছিল তাকে। যেদিকে নড়েছেন সেদিকেই নড়েছে তারা। এই অত্যাচারে গাটের কাড়ি কাড়ি অর্থ খরচ করেও প্রিয় ফুটবলারকে এক ঝলক দেখতে পারেননি দর্শক সারিতে বসে থাকা ব্যক্তিগণ। 

রাগ আর নিয়ন্ত্রণ করতে পারেননি তারা। কেউ মাঠে বোতল ছুঁড়ে, কেউ বা চেয়ার-ব্যারিকেড ভেঙে, পোস্টার পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন। যদিও সেসব নজরে আসেনি মেসির। কেননা আঁচ পেয়ে আগেই তাকে মাঠ থেকে সরিয়ে নেন আয়োজকরা।

এদিকে শাহরুখও সরে পড়েন হট্টোগলের নমুনা দেখেই। মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি হতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে সন্তান আব্রামসহ কিং খানকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসা হয়। সেখান থেকেই সোজা মুম্বইয়ের উদ্দেশে রওনা হন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর