রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জনপ্রিয় গায়িকাকে নগ্ন ভিডিও দেখিয়ে হেনস্তা ও হত্যার হুমকি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

জনপ্রিয় গায়িকাকে নগ্ন ভিডিও দেখিয়ে হেনস্তা ও হত্যার হুমকি 

সম্প্রতি সাইবার আক্রমণের শিকার হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র জগতে পরিচিত মুখ, সংগীতশিল্পী ও রেডিও জকি চিন্ময়ী শ্রীপদা। এক অজ্ঞাতপরিচয় অ্যাকাউন্ট থেকে তাঁকে নগ্ন ছবি এবং সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে গায়িকা জানিয়েছেন, নেটিজেনদের একাংশ তার ইনবক্সে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দুই সন্তানকে হত্যার হুমকি দিয়েছে। সাইবার আক্রমণে বিষয়ে ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন।  


বিজ্ঞাপন


chinmayi-sripada-0522479-16x9_0.jpg?VersionId=bLiVelWl

জানা গেছে, তাঁর স্বামী, অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রনের একটি মন্তব্যের জেরে হেনস্তা ও হুমকির ঘটনার সূত্রপাত। সম্প্রতি রাহুলের আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারের সময় মঙ্গলসূত্র প্রথা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ‘মঙ্গলসূত্র পরিধান করা ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত এবং সমাজে মহিলাদের জন্য যেমন এই ধরনের প্রতীক রয়েছে, পুরুষদের জন্য তেমন কোনো বাধ্যতামূলক প্রতীক নেই।’ রাহুলের এ মন্তব্যের খেসারত দিতে হচ্ছে সংগীতশিল্পী চিন্ময়ীকে। 

২০১৪ সালে অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিন্ময়ী। তাঁদের দুইটা সন্তান রয়েছে। চিন্ময়ী মাত্র ১৬ বছর বয়সে কিংবদন্তি সংগীত পরিচালক এ. আর. রহমানের তামিল চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। 

thenewsminute%2Fimport%2Fsites%2Fdefault%2Ffiles%2FChinmayi_PhotographerManojYD_281222


বিজ্ঞাপন


২০১৮ সালে মিটু আন্দোলনের সময় গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে নেটিজেনদের চক্ষুশূল হয়ে ওঠেন। এই আন্দোলনের কারণে তিনি ডাবিং অ্যাসোসিয়েশন থেকে নিষিদ্ধ হয়েছিলেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর