ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর প্রায় তিন মাসের মাথায় আদালতে চার্জশিট প্রদান করছে তদন্তকারী দল। এতে চারজনের বিরুদ্ধে গায়ককে খুনের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের তালিকায় আছেন জুবিনের ভাইও। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
যে চারজনের বিরুদ্ধে জুবিন হত্যার অভিযোগ আনা হয়েছে তারা হলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মোহন্ত। চার অভিযুক্তই জুবিন ঘনিষ্ঠ ছিলেন।
বিজ্ঞাপন
চার্জশিট জমা পড়তেই জুবিনের সমাধিতে হাজির ভক্তরা। ফুল দিয়ে জানিয়েছেন শ্রদ্ধা। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছেন গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া। তিনি বলেন, ‘আমি তো ভাবতেই পারছি না, জুবিনের মতো মানুষকেও কেউ নিজের স্বার্থে খুন করতে পারে! গোটা জীবন যে মানুষটা অন্যের জন্য বিলিয়ে দিল। নিজের সময়-অর্থ, মন সবটাই তো চিরকাল বিলিয়ে গিয়েছে ও।’
গায়কপত্নি আরও বলেন, ‘গত তিন মাস ধরে ‘সিট’ প্রচুর পরিশ্রম করেছে। যার ফলাফল মানুষের প্রত্যাশার সঙ্গে মিলে গেছে। এখন সবকিছু বিচার ব্যবস্থার ওপর নির্ভর করছে। দোষী সাব্যস্তদের কঠোরতম শাস্তি পেতে হবে।’
জুবিন হত্যা মামলা নিয়ে তৎপর ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সে সময় তিনি বলেছিলেন, ‘১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের রহস্যমৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করব না। ডিসেম্বর মাসের ১৭ তারিখ জুবিন গর্গের ‘খুনে’র চার্জশিট জমা দিতে হবে। যদিও আমি ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেছি। আমরা সব দিক থেকে প্রস্তুত। বিদেশে কোনো ঘটনা ঘটলে চার্জশিট দাখিলের আগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিষয়টি জানিয়েছি এরমধ্যে, যাতে উনি দ্রুত অনুমোদন দিতে পারেন। সিট-এর তরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি গিয়েছে। অনুমোদন পেলে, ডিসেম্বরের মাঝামাঝি চার্জশিট দাখিল করব।’
বিজ্ঞাপন
এদিকে অভিযুক্ত চারজন শেখরজ্যোতি গোস্বামী, সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত, অমৃতপ্রভা মহন্ত এরইমধ্যে ভারতীয় পুলিশের হাতে বন্দি। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে জুবিনের তুতো ভাই আসামের প্রাক্তন পুলিশ অফিসার সন্দীপন গর্গ। তার বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে স্কুবা ডাইভিংয়ে যান জুবিন গার্গ। সেখানে তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।

