মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’, চতুর্থ দিনে আয় কত? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’, চতুর্থ দিনে আয় কত? 

গত শুক্রবার (৫ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। ছবিটি ইতোমধ্যে ১০০ কোটি রুপির ক্লাব পার করেছে। যা অভিনেতার ক্যারিয়ারের দ্রুততম শত কোটি অর্জনকারী ছবি হিসেবে মাইলফলক স্পর্শ করেছে। 

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, সোমবার আয় কিছুটা কমলেও বক্স অফিসে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছিল। এদিন ২৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এর আগে শুক্রবার ‘ধুরন্ধর’ ২৮ কোটি রুপির বড় ওপেনিং দিয়েছিল। ছুটির দিনগুলোতে এর সংগ্রহ আরও বাড়ে। শনিবার ছবিটি ৩২ কোটি টাকা এবং রবিবার ৪৩ কোটি টাকা আয় করেছে। সবমিলিয়ে ছবিটি এখনও পর্যন্ত ১২৬ কোটি টাকা নিট সংগ্রহ করেছে। 

Ranveer-Singhvgh-ezgif.com-webp-to-jpg-converter

রণবীর অভিনীত কয়েকটি সিনেমা বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। বাণিজ্যিক সফলতা বিবেচনায় ‘ধুরন্ধর’অভিনেতার হতাশা দূর করতে পারে! করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বাণিজ্যিকভাবে সফল হলেও প্রথম চার দিনে মাত্র ৫২.৯২ কোটি টাকা ব্যবসা করেছিল। 

মেগাস্টার, সুপারস্টার তারকাদের সাম্প্রতিক ছবিগুলোকেও ছাড়িয়ে গেছে রণবীরের ‘ধুরন্ধর’। সালমান খানের ‘সিকান্দার’ চার দিনে ৮৪.২৫ কোটি, আমির খানের ‘সিতারে জমিন পার’ ৬৬.৬৫ কোটি, অজয় দেবগনের ‘রেইড ২’ ৭১.২৫ কোটি, অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ ১০০.৫ কোটি এবং রোমান্টিক ব্লকবাস্টার ‘সাইয়ারা’ ১০৭.২৫ কোটি সংগ্রহ করেছিল। 

রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল প্রমুখ। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর