বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না এই ভাই বোনদের দেখবে?’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

‘যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না এই ভাই বোনদের দেখবে’

সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন তার বোনেরা। তাঁদের অভিযোগ অস্বীকার করে অভিনেতা বলেছিলেন, যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।   

ডিপজলের ফেসবুক পোস্টের পর গতকাল অভিনেতার বোন পারভীন বেগম গণমাধ্যমকে বলেন, ‘যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? সেই ভাই কোনোদিন বোনদের হক ন্যায্যভাবে দেব? এটা আশা করা যাই না। আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না। যতটুকু পাই সেটা চাই। যেগুলো সে করেছে তো করেছেই। তিন ভাই চল্লিশ বছর ধরে আমার বাবার টাকা খেয়েছে ওটা নিয়ে আমরা একটা মামলা দিয়েছি। ওটা কোর্ট বুঝবে।’  

dipjol

ডিপজলসহ তিন ভাই বোনদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মাসাৎ করেছে উল্লেখ করে পারভীন বলেন, ‘বর্তমান বাজার মূল্য অনুযায়ী মোট সম্পত্তি আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা ধরেছি। তিন ভাইয়ের তিন হাজার কোটি। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি। অথাৎ প্রতিজনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি। আমি কী পাঁচশো কোটি টাকা সম্পত্তি ভাইদের নাম লিখে দেব? ভুয়া দলিল দেখিয়ে বলছে বোনরা লিখে দিয়েছে। আমরা এত পাগল না যে টিপ সই দিয়ে তাঁদের লিখে দেব। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি তার (ডিপজলের) কাছে। এই চল্লিশ বছর সম্পত্তি বাবদ কোথা থেকে কত ভাড়া নিয়েছে আমাদের জানা আছে।’ 

এর আগে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে এক দীর্ঘ পোস্টে জানান, আইন অনুযায়ী বোনদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর