সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ফলে ওই অঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা। খবরটি ছড়িয়ে পড়তেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ। কারণ ‘বাহুবলী : দ্য এপিক’র বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে সম্প্রতি জাপানে গেছেন অভিনেতা প্রভাস।
প্রভাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া না পাওয়ায় বাড়তে থাকে অনুরাগীদের দুশ্চিন্তা। অবশেষে ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতার নতুন ছবি ‘রাজা সাহেব’-এর পরিচালক মারুতি। মঙ্গলবার প্রভাসের সঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। মারুতি বলেন, ‘ডার্লিংয়ের সঙ্গে কথা হলো। ও সম্পূর্ণ নিরাপদে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-প্রভাস এখন টোকিওতে নেই।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাপান প্রশাসন জানায়, শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে এবং হোক্কাইদো প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি স্থানে ৭০ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ দেখা গেছে।
বিজ্ঞাপন
পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগোলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তবে, ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে।
ইএইচ/

