অনেকদিন ধরেই দক্ষিণী তারকা প্রভাসের বিয়ে নিয়ে ফিসফাস চলছে। এ তারকা যেখানেই যান সেখানেই বিয়ে সম্পর্কিত প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রভাস বলেছিলেন, “যেখানেই যাই, সেখানেই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। বেশ মজাই লাগে। এর থেকে বোঝা যায় অনুরাগীরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালোবাসেন। তাই অনুরাগীদের বলতে চাই। বিয়ে আমি শিগগিরই করছি। তবে এখন কিছু বলব না। ঠিক সময়েই ঘোষণা করব। আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে।”
এবার যেন সেই সময় এসেছে। চলতি বছর বিয়ে করছেন প্রভাস। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন জনপ্রিয় দক্ষিণী সিনেবাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন। নিজের এক্স হ্যান্ডেলে প্রভাসের নাম লিখে পাশে ব্রাইড ইমোজি পোস্ট করেছেন। তবে কোনো কিছু লেখেননি।

তাতেই আনন্দ বাঁধ ভেঙেছে প্রভাস অনুরাগীদের। শুভেচ্ছার জোয়ারে ভাসাচ্ছেন প্রভাসকে। এদিকে অনেকদিনের গুঞ্জন আনুশকা শেঠির সঙ্গে প্রেম চলছে পর্দার বাহুবলীর। তবে কি তার সঙ্গেই ছাঁদনাতলায় দাঁড়াচ্ছেন তিনি? প্রশ্ন থেকেই যায়।
এর আগে প্রভাসে সঙ্গে নাম জড়িয়েছিল বলিউড সুন্দরী কৃতি শ্যাননের। তাদের বাগদানের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে বিষয়টি নিয়ে সেসময় একটি কথাও খরচ করেননি প্রভাস-কৃতি। এরপরই প্রাভসের সঙ্গে নাম জড়ায় আনুশকার। এবার জীবনের নতুন অধ্যায় কার সঙ্গে নাম জড়ায় প্রভাসের সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।

