ওটিটিতে মুক্তির অপেক্ষায় আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘নূর’ সিনেমা। গত মাসের শেষ দিকে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির টিজার। ৪২ সেকেন্ডের টিজার আলোচনার ঝড় তুলতে না পারলেও এর একটি দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। আলোচিত ওই দৃশ্যে দেখা যায়, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাচ্ছেন শুভ।
চুমুর ভিডিও কেন্দ্র করে তাঁদের প্রেমের গুঞ্জন উঠেছিল। এবার ওই দৃশ্য নিয়ে নিরবতা ভাঙলেন অভিনেত্রী ঐশী। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন,”নূর’-এ একটি চুমুর দৃশ্য আছে। আমি এটিকে পুরোপুরি অভিনয়ের অংশ হিসেবেই দেখি। বাস্তব জীবনে শুভর সঙ্গে আমার কোনও রোমান্টিক সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’

শুভ ও ঐশী জুটির তৃতীয় সিনেমা এটি। এর আগে এই জুটিকে দেখা গেছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমায়।
বিজ্ঞাপন
রায়হান রাফী ২০২২ সালে ‘নূর’ সিনেমার শুটিং শেষ করেছিলেন। সে সময় সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। এবার আট ঘাট বেঁধে মাঠে নেমেছেন ছবির সংশ্লিষ্টরা। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে দেখা যাবে।
ইএইচ/

