সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর একটি ছবিকে কেন্দ্র করে তাঁদের প্রেমের গুঞ্জন উঠেছিল। প্রেমের উত্তাপ দীর্ঘ হওয়ার আগেই জানা যায় সেই ছবির রহস্য। এবার তারকা জুটির একটি অন্তরঙ্গ ভিডিও প্রকাশ্যে এসেছে। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত শুভ-ঐশীর বহুল প্রতীক্ষিত ‘নূর’ সিনেমার একটি গানের অংশ। এখনো সিনেমাটির কোনো গান উন্মুক্ত হয়নি। এর মধ্যেই কেউ একজন গানের একটি ভিডিওর ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এর পর থেকেই ঘনিষ্ট এই দৃশ্য নিয়ে আলোচনা শুরু।
বিজ্ঞাপন

রায়হান রাফী ২০২২ সালে ‘নূর’ সিনেমার শুটিং শেষ করেছিলেন। সে সময় সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।
দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তি নিয়ে রাফী বলেন, ‘সিনেমাটি দেখার পর মনে হয়েছে এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’
শুভ ও ঐশী জুটির তৃতীয় সিনেমা এটি। এর আগে এই জুটিকে দেখা গেছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমায়।
বিজ্ঞাপন
ইএইচ/

