ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর একটি অন্তরঙ্গ ছবি নেটিজেনদের আলোচনার খোরাক জুগিয়েছে। সিনেমা সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপগুলোতে তারকা জুটির ছবিটি নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ শুরু হয়েছে। সিনেমা মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় এর দৃশ্য ছড়িয়ে পড়ায় সরগরম নেটদুনিয়া।
অন্তরঙ্গ দৃশ্যটি রায়হার রাফীর ‘নূর’ সিনেমার। শুভ ও ঐশীর চুমুর দৃশ্যের শুটিং হয়েছে পাবনায়। ছবির সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছে, এই দৃশ্যের শুটিংয়ের আগে পরিচালক কয়েক দফা আলোচনা করেন নায়ক–নায়িকার সঙ্গে। তাঁরা সানন্দে রাজি হন। কিন্তু শুটিং শুরু হলেই নায়ক–নায়িকার মধ্যে অস্বস্তি তৈরি হয়। তাঁদের পক্ষ থেকে পরিচালককে বলা হয়, দৃশ্যটা এমনভাবে ধারণ করা হয়, যেন পর্দায় কোনো ধরনের অস্বস্তি তৈরি না হয়।

অন্তরঙ্গ দৃশ্য ধারনের সময় অস্বস্তির কারণে একাধিকবার শর্ট নেওয়ার প্রয়োজন হয়। তবে শুভ ও ঐশীর চুমুর দৃশ্যে একটা লং শট আর একটা ক্লোজ শটের মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ‘নূর’ সিনেমার একটি সূত্র।
রায়হান রাফী ২০২২ সালে ‘নূর’ সিনেমার শুটিং শেষ করেছিলেন। সে সময় সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির ‘স্বপ্ন’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। শুভ ও ঐশী জুটির তৃতীয় সিনেমা এটি। এর আগে এই জুটিকে দেখা গেছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমায়।
ইএইচ/

