শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অভিনেত্রীর ক্রেডিট কার্ড চুরির অভিযোগে গ্রেফতার ১০

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম

শেয়ার করুন:

অভিনেত্রীর ক্রেডিট কার্ড চুরির অভিযোগে গ্রেফতার ১০

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জিওন হাই-বিনের ক্রেডিট কার্ড চুরির অভিযোগে একটি আন্তর্জাতিক চোর চক্রের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। বালি ভ্রমণের সময় এই চক্রটি তাঁর অর্থ হাতিয়ে নেয়। ছেলের জন্মদিন উদযাপন করতে ইন্দোনেশিয়ায় ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী এবং তাঁর স্বামী।   

গ্রেফতারকৃত ১০ জন অভিযুক্তের মধ্যে ৬ জন বিদেশী নাগরিক এবং ৪ জন ইন্দোনেশীয় নাগরিক। বালির জিয়ানিয়ার পুলিশ প্রধান একেবিপি চন্দ্র সি. কেসুমা জানিয়েছেন, এই চক্রটি মূলত একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড চুরির সিন্ডিকেট। 

jeon_hye_bin-20251002-002-non_fotografer_kly

একেবিপি চন্দ্র বলেন, ‘উবুদ এলাকা থেকে বিদেশীদের দ্বারা আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে সংঘটিত এই চুরির ঘটনাটি উদঘাটন করা সম্ভাব হয়েছে। পাঁচজন বিদেশী এই চক্রের শিকার হয়েছেন। ভুক্তভোগীরা সবাই কোরিয়া এবং চীনের নাগরিক। তাঁদের মধ্যে একজন হলেন কোরিয়ান অভিনেত্রী জিওন হাই-বিনের স্বামী, যিনি উবুদ এলাকায় ভ্রমণকালে ক্রেডিট কার্ডসহ একটি মানিব্যাগ হারান।’

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন মঙ্গোলিয়ার নাগরিক, যারা মাঠে পকেটমার হিসেবে কাজ করত। ২ জন চীনা নাগরিক ইলেকট্রনিক ডেটা ক্যাপচার (ইডিএস) মেশিনের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। এছাড়া বাকি ৪ জন ইন্দোনেশীয় নাগরিক ইডিএস মেশিন সরবরাহ করাত। 

পুলিশ প্রধান আরও জানিয়েছেন, এই চোর চক্রটি জিয়ানিয়ার রিজেন্সির পর্যটন এলাকা পুরী উবুদ, উবুদ থিমেটিক মার্কেট ওমাহ হারবিরিস্ট শপ, উবুদ হাইওয়ে এবং উবুদ মাংকি ফরেস্ট-এ স্বক্রিয় ছিল। 

actress-jeon-hye-bin-getting-married-bali

পুলিশের তদন্তে জানা গেছে, এ চক্রটির কার্যক্রম একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। মঙ্গোলিয়ানরা তাদের পরিচিত চীনা নাগরিকদের গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ করিয়ার বালিতে আমন্ত্রণ জানায়। পরে চীনা অপরাধীরা ইন্দোনেশীয় নাগরিকদের এই সিন্ডিকেটে যুক্ত করে। মঙ্গোলিয়ান অপরাধীরা মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও একই ধরনের কাজ করেছে বলে তদন্তে জানান হয়েছে। 

ভুক্তভোগীরা তাদের মোবাইল ফোনে লেনদেনের নোটিফিকেশন পাওয়ার পরেই চুরির বিষয়টি জানতে পারেন। চক্রটি মুলত কাঁধে ঝোলা ব্যাগ ব্যবহারকারী পর্যটকদের টার্গেট করত। 

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর