শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্ষণ মামলায় কে-পপ তারকার কারাদণ্ড

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

ধর্ষণ মামলায় কোরিয়ান পপ তারকার কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনসিটির সাবেক সদস্য ও সংগীতশিল্পী তাঈলকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। ওই মামলার রায়ে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত জুনে তাঈল এবং তার দুই সহযোগী চীনা পর্যটককে ধর্ষণের অভিযোগ স্বীকার করেন।  

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছর বয়সী এ গায়কের দুই সহযোগীর নাম লি ও হং। দক্ষিণ কোরিয়ার একটি আদালত ধর্ষণের ঘটনাকে গুরুতর অপরাধকে বলে উল্লেখ করেছেন। প্রথমবারের মতো অপরাধ করায় সাত বছরের সাজা কমিয়ে তা অর্ধেক করা হয়েছে।  

10int-skorea-kpop-sentencing-fjbm-superJumbo

ধর্ষণ মামলার শুনানিতে বলা হয়েছে, তাঁরা সিউলের ইতাওন জেলার একটি বারে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেছিলেন। সেদিন গায়ক ও তাঁর দুই সহযোগীদের সঙ্গে মদ্যপানের পর ভুক্তভোগী মাতাল হয়ে পড়েন। পরে তাকে ট্যাক্সিতে করে লি-এর বাড়িতে নেওয়া হয় এবং পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। 

বলে রাখা ভালো, গত বছরের আগস্টে প্রথম প্রকাশ্যে আসে কে-পপ তারকা তাঈল বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তারপর এনসিটি ব্যান্ড ত্যাগ করেন তিনি। তবে ওই সময় তার বিরুদ্ধে উঠা অভিযোগ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর