শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাত্র ৪৩ বছর বয়সে অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

মাত্র ৪৩ বছর বয়সে অভিনেত্রীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী লি সিও-ই মারা গেছেন। গত ২০ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবরটি তার ম্যানেজার ১ জুলাই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন। 

লি সিও-ই’র ম্যানেজার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ‘এক হৃদয়বান মানুষ অভিনেত্রী লি সিও-ই গত ২০ জুন আকাশের একটি তারায় পরিণত হয়েছে। গভীর দুঃখের সঙ্গে আপনাদের এই খবর জানাচ্ছি।’

686428c01f97e.r_d.73-515

অভিনেত্রীর ম্যানেজার আরও লিখেছেন, ‘আমি জানি লি সিও-ই’র মৃত্যুর খবর শুনে অনেকেই মর্মাহত ও ভেঙে পড়বেন। অনুগ্রহ করে তাঁর জন্য প্রার্থনা করুন। যেন তিনি শান্তি থাকতে পারেন। আমি এই পোস্টটি তাঁর মা ও বাবার পক্ষ থেকে দিচ্ছি।’ তবে অভিনেত্রীর মৃত্যুর সঠিক কোনো কারণ জানাননি লি সিও-ই’র ম্যানেজার। 

১৯৮২ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন লি সিও-ই। তিনি ২০১৩ সালে ‘এমবিসি’-এর জনপ্রিয় ধারাবাহিক ‘হুর জুন: দ্য অরিজিনাল স্টোরি’ দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। ২০১৪ সালে ‘চেওংদাম-ডং স্ক্যান্ডাল’ নাটকে অভিনয়ের মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ‘দ্য কিং’ ও ‘কিলিং রোমান্স’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অল্প সময়ে তারকা খ্যাতি পান। 

photo1116674

সবশেষে অভিনেত্রী ‘দ্য ডিভোর্স ইনস্যুরেন্স’ নাটকে দেখে গিয়েছিল। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর