শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গানটি শুনলে সমস্ত শ্রোতার দুনিয়ার ওপর অভিমান উপচে পড়ে: কনকচাঁপা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

গানটি শুনলে সমস্ত শ্রোতার দুনিয়ার ওপর অভিমান উপচে পড়ে: কনকচাঁপা

জীবদ্দশায় জন্মদিন নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না প্লেব্যাক সম্রাট খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের। পরিবারের সদস্যদের নিয়েই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করতেন। গায়কের মৃত্যুর পর এই বিশেষদিনে পরিবারের সদস্যরা তার সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করেন। 

আজ কিশোরের ৬৯তম জন্মদিন। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। পাঁচ বছর আগে অগণিত ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যু তাঁকে মানুষ থেকে আলাদা হতে দেয়নি। কর্ম দিয়ে অমর হয়ে আছেন তিনি। গায়কের জন্মদিনে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। 

তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন হে তরল সোনা মাখানো কণ্ঠের রাজা এন্ড্রু কিশোর দাদা! আমরা গর্বিত আমাদের এন্ড্রু কিশোর আছেন! আছেন বলছি এজন্য যে শারীরিকভাবে না থাকলেও তিনি আগের চেয়ে আরও বেশি আপন ও প্রয়োজনীয় হয়ে আছেন।’ 

Endro-Kishore

এরপর তিনি যোগ করেন, “একজন এন্ড্রু কিশোর!  একটি কণ্ঠ, একটি গলিত সোনার নদী। সিনেমা হলে যখন তার গান বাজে তখন পুরো হল সেই আওয়াজে মেখে মেখে যায়। সে কণ্ঠ ভাসতে,ভাসাতে,কাঁদাতে, রোমান্স-এ ডুবাতে কোনো ডলবি সারাউন্ডেড সাউন্ড সিস্টেম লাগে না। তিনি যখন গান ‘ডাক দিয়াছে দয়াল আমারে’ তখন সমস্ত শ্রোতার এই দুনিয়ার ওপর অভিমান জাতিগতভাবে উপচে পড়ে। আবার এই তিনিই যখন গান ‘তুমি আমার জীবন’ তখন সমস্ত পুরুষ ভাবেন এভাবেই তো প্রিয়াকে বলতে চেয়েছি আমি!”


বিজ্ঞাপন


কনকচাঁপা আরও লিখেছেন, ‘কিশোর দাদার সঙ্গে চৌত্রিশ বছর গান গেয়েছি। তিনি আজ নেই । অথচ এখনও তাঁর কণ্ঠের প্রতি বিস্ময় আমার কাটেই না। মঞ্চে যখন গাই,আমি শ্রদ্ধায় অবনত হয়ে যাই। বারবার ভাবি এতো সম্মান আমার কপালে ছিল? ও আল্লাহ! কতই তুমি দিলা আমায় বিনা কারনে!

577009949_1385319562962037_7775004181919403023_n

ফেসবুকে শেয়ার করা ছবি প্রসঙ্গে তিনি বলেন, “এই ছবিটি ‘তোমাকে চাই’ ছবির গানের রেকর্ডিংয়ে। আমরা গেয়েছিলাম ‘আমার নাকের-ই ফুল বলেরে তুমি যে আমার’ সিম্ফনি স্টুডিওতে।” 

সবশেষে এই গায়িকা লিখেছেন, “আমাদের ‘এন্ড্রু কিশোর-কনকচাঁপা’ নামের জুটি যে মহাশিল্পী নিজের ভালোবাসার তুলিতে এঁকেছেন সেই জাতশিল্পী স্বভাবকবি বাংলার সুরের যাদুকর আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই কে কৃতজ্ঞতা জানাই। তিনিও আমাদের মাঝে নেই। তাঁদের জন্য আমার শ্রদ্ধা অবিরাম।” 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর