শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

বন্ধু ভুলিনি তোমায়: হানিফ সংকেত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

বন্ধু ভুলিনি তোমায়: হানিফ সংকেত 

আজ ৬ জুলাই প্লেব্যাক সম্রাট খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চলে যাওয়ার দিন। ২০২০ সালের এই দিনে মারা যান তিনি। মৃত্যুর পাঁচ বছর কেটে গেলেও নামটি বাংলা সংগীতে উজ্জ্বল। মৃত্যুর দিনে সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন তাকে। এ তালিকায় রয়েছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত।

হানিফ সংকেতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এন্ড্রু কিশোরের। আজ রোববার নিজের ফেসবুকে গায়কের সঙ্গে ছবি প্রকাশ করেছেন। শেয়ার করেছেন তার কবরের স্থিরচিত্রও। যেখানে দাঁড়িয়ে হানিফ সংকেত।


বিজ্ঞাপন


517243967_1270450481112411_5076773538866711429_n

সঙ্গে লিখেছেন, আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসত, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারত। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। এক সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি। কিশোর ছিল ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী।

এরপর লেখেন, একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর