মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সংগীতশিল্পী কনকচাঁপা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সংগীতশিল্পী কনকচাঁপা

যমুনা নদীবিধৌত সিরাজগঞ্জের কাজিপুরের শীতার্ত মানুষ শীতের তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন। এই তীব্র শীতে উষ্ণতার জন্য শীতবস্ত্রের প্রয়োজনীয়তা এখানে অপরিসীম। এমনই কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন কাজিপুরের কৃতি সন্তান ও উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কামরুল হাসান তরুর বাড়ির আঙিনায় শীতার্তদের মাঝে ১ হাজার ৮০০ কম্বল বিতরণ করেন এই মানবিক শিল্পী। কাজিপুর পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং সিরাজগঞ্জ সদরের আরও ৫টি ইউনিয়ন মোট ১৮টি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেন তিনি।


বিজ্ঞাপন


1000256020

কম্বল বিতরণ অনুষ্ঠানে কনকচাঁপা বলেন, আমার জন্মভূমির অনেক মানুষ চরাঞ্চলে বসবাস করে, যারা শীতে ভীষণ কষ্ট পায়। তাদের একটি কম্বল দিয়ে সহায়তা করা আমার পক্ষে খুব বড় কিছু নয়। তবে যদি সামর্থ্য থাকত, পুরো শীতকালজুড়ে তাদের কষ্ট লাঘবের ব্যবস্থা করতে পারলে শান্তি পেতাম। আমি একজন শিল্পী, আমার সামর্থ্য সীমিত। যা আছে তা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।

আরও পড়ুন

রংপুরে শীতজনিত সমস্যায় শিশু রোগীর সংখ্যা বাড়ছে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, সহ-সভাপতি ও কাজিপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক তরফদার, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ তরফদারসহ আরও অনেকে।


বিজ্ঞাপন


1000256195

এর আগে শুক্রবার সকালে কাজিপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন কনকচাঁপা। ডগডগিয়া থেকে শুরু করে সোনামুখি বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন তিনি। চালিতাডাঙ্গা, মাইজবাড়ি, ঢেকুরিয়া বাজার এবং কাজিপুর থানার প্রধান সড়কেও পথসভা করেন। স্থানীয় বাসিন্দারা এসব সভায় অংশ নিয়ে তাদের প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার সুযোগ পান।

কনকচাঁপার এই উদ্যোগ তার মানবিক দিক এবং জন্মভূমির প্রতি দায়বদ্ধতার অনন্য উদাহরণ। স্থানীয় মানুষের মাঝে এ উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর