শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমান হত্যা মামলার আসামি সামিরা সম্পর্কে কতটুকু জানেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

সালমান হত্যা মামলার আসামি সামিরা সম্পর্কে কতটুকু জানেন?

ঢালিউডের গৌরী হতে পারতেন সামিরা হক। অথচ সালমানের পরিবার ও অনুরাগীদের কাছে ‘হত্যাকারী’ হয়ে রইলেন। তিন দশক ধরে তার প্রতি ঘৃণা বর্ষণ করছেন নায়কের অনুরাগীরা। সম্প্রতি সালমানের মৃত্যুতে হত্যা মামলা করায় সামিরাকে নিয়ে চর্চার মাত্রা বেড়েছে। চলুন জেনে নেওয়া যাক এই রহস্যময়ী সম্পর্কে।

salman-samira_20251026_131408784

চট্টগ্রামের মেয়ে সামিরা। তার বাবা জাতীয় দলের সাবেক উইকেটকিপার-অধিনায়ক শফিকুল হক হীরা। মা থাইল্যান্ডের নাগরিক বিউটিপার্লার ব্যবসায়ী লুসি। শোনা যায় অসামান্যা সুন্দরী সামিরা ছিলেন তরুণদের ক্রাশ। রূপের যাদুতে ঘায়েল হয়েছিলেন হাজারো তরুণীর স্বপ্নের নায়ক  সালমান শাহও। 
দুজনের প্রথম দেখা হয় চট্টগ্রামের একটি ফ্যাশন শোয়ে। তারিখ ১৯৯০ সালের ১২ জুলাই। পরিচয়ে-ই ফেঁসেছিলেন সালমান। পরে তা রূপ নেয় প্রেমে।

তবে এই প্রেমের বাধা হয়ে দাঁড়ান সালমানের মা নীলা চৌধুরী। বান্ধবীর মেয়ে হওয়া সত্ত্বেও সামিরাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে নারাজ ছিলেন নীলা। কিন্তু সামিরার প্রেমে তখন মাতোয়ারা সালমান। গোপনে বিয়ে করেন সামিরাকে। ১৯৯২ সালে এক হয় চার হাত। মগবাজার ইস্কাটন রোডে সংসার পাতেন সালমান-সামিরা। ১৯৯৬ সালের সালমানের মৃত্যুর মাধ্যমে সমাপ্তি ঘটে সে সংসারের। 


বিজ্ঞাপন


samira-salman-20240921171310_20251026_131421148

সালমানের মৃত্যুর মধ্য দিয়েই প্রথম আলোচনায় আসেন সামিরা। কেননা সালমানের মৃত্যুকে হত্যা দাবি করে তার পরিবার অভিযোগের তীর নিক্ষেপ করে সামিরার দিকে। অন্যদিকে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন সামিরা। আরও দাবি করেন আগেও নাকি তিনবার আত্মহত্যা করতে গিয়েছিলেন সালমান। 

একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন সামিরা। সালমানের মৃত্যুর পর তারই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন তিনি। সে ঘরে এক পুত্র ও দুই কন্যা আছে। তারপরও টেকনি সংসার। ২০২১ আলে ঘর ভাঙে তাদের। এরপর সে বছরের ১৫ জুলাই সামিরা বিয়ে করেন ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে। ইশতিয়াক জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। 

images_(29)

২৯ বছর পর সালমান শাহর হত্যা মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। গেল ২০ অক্টোবর এ আদেশের পরদিন ২১ অক্টোবর সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। এতে সামিরা হককে প্রথম আসামি করা হয়। এরপর থেকেই খোঁজ নেই তার। মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। হোয়াটস্যাপেও মিলছে না সাড়া।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর