মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমান শাহ-মৌসুমী জুটি ভাঙে সামিরার কারণে: সালমান শাহর সহকারী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

সালমান শাহ-মৌসুমী জুটি ভাঙে সামিরার কারণে: সালমান শাহর সহকারী
মো. মুনসুর আলী-সালমান শাহ- সামিরা হক

সালমান শাহ অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপর থেকেই বেরিয়ে আসছে এ নায়কের মৃত্যু ঘিরে একের পর এক ঘটনা। তারই ধারাবাহিকতায় আলোচনায় এবার অভিনেতার ম্যানেজার মো. মুনসুর আলী। 

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রকাশ করেন মুনসুর। সালমান ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সালমান শাহর সঙ্গে সাড়ে ৪ বছর ছিলাম। তার ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবী মৌসুমী মেমকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণে ‘দেনমোহর’ সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই।” 

e252cd9db45d6ffac5fbf0dd6230d0004e23a06ae4ea5924

কথার সূত্র ধরে মুনসুর আরও বলেন,”দেনমোহর’ সিনেমার পর আরও একটি কাজের অফার এসেছিল সালমান ভাইয়ের কাছে। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটা না করে দেন। তাকে যখন আমি বলি ভাই সিনেমার গল্প তো ভালো ছিল, তখন সালমান শাহ আমায় বলেন, ‘তোমার ভাবী আমায় এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই’।” 

মুনসুর দাবি করেন, সালমানের প্রাক্তন স্ত্রীর সন্দেহের জন্যই মৌসুমী-সালমানের জুটি ভাঙে। এ কারণে ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। শাবনূরের প্রসঙ্গে টেনে অভিনেতার সহকারী বলেন, “প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেন, ‘আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো’। সবসময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি। শুধু শাবনূর কেন, কোনো নায়িকাকেই কুনজরে দেখতেন না সালমান শাহ। শুটিং শেষ হলে কখনও কারো সাথে বসে আড্ডা দিতেন না। দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন।”

imon
 
১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। দীর্ঘদিনের দাবির পক্ষে রায় দিয়েছেন রাজধানীর মহানগর দায়রা জজ আদালত। গত ২০ অক্টোবর সালমানের মা নীলা চৌধুরীর আবেদন মঞ্জুর করে হত্যা মামলার পুনঃতদন্ত নির্দেশ দিয়েছেন আদালত। এরপর থেকে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর