শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্ম বদলে সেলিমকে বিয়ে, সালমানের মায়ের আসল নাম কী?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম

শেয়ার করুন:

ধর্ম বদলে সেলিমকে বিয়ে, সালমানের মায়ের আসল নাম কী?

বলিউড অভিনেতা সালমান, আরবাজ ও সোহেল খানের মা সালমা খান। যদিও জন্মসূত্রে সালমা ছিলেন না তিনি। সেলিম খানকে বিয়ে আগে তার নাম ছিল সুশিলা চরক। জন্মেছিলেন এক মারাঠি হিন্দু পরিবারে। সেলিমকে বিয়ের পর তিনি সালমা খান হয়ে যান। 

অল্প বয়সে সেলিম-সালমার মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। তবে তাঁদের বিয়ের সময় বাঁধা হয়ে দাড়ায় সেলিম খানের ধর্ম। সালমার বাবা প্রথমে তাঁদের বিয়েতে আপত্তি জানান। সেই সময় সেলিম তার শ্বশুর করে বলেছিলেন, আর যা নিয়েই ঝগড়া হোক না কেন, ধর্ম নিয়ে কোনো দিন ঝগড়া হবে না। ভালোবেসে বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের প্রথম দশ বছর সলমাকে দেখাতে আসেননি তার বাবা। 

salim-khan-and-salma-khan-08074486-16x9_0

সম্প্রতি সালমা ও তাঁর প্রেমের খুঁটিনাটি ভাগ করেছেন সালমানের বাবা। তিনি বলেন, ‘আমি সালমাকে বলি তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাই। লুকিয়ে লুকিয়ে দেখা করা ঠিক না। যখন ওঁর (সালমা খান) বাড়ি যাই প্রথম বার, মনে হয়েছিল দুনিয়ার সব মারাঠিরাই তাঁদের বাড়িতে হাজির হয়েছে। প্রথম প্রথম ভীষণ দুশ্চিন্তায় ছিলাম।’ 

সলমন, আরবাজ, সোহেল আসে তাঁদের জীবনে। সব কিছু ভালোভাবে চলছিল। তবে ফের প্রেম পড়েন সেলিম খান। জীবনে আসেন বলিউড তারকা অভিনেত্রী হেলেন। সেলিমের কথায়, ‘আমি হেলেনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। এরকম নয় যে সালমার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। হুট করেও বিয়ে করিনি আমরা। আমি যখন হেলেনের সঙ্গে মেলামেশা শুরু করি নিজেই জানিয়েছিলাম সালমাকে। কোনো ম্যাগাজিনের থেকে জানবে এর চেয়ে ভালো আমি নিজেই বলে দেই।’

daily-sun-salman

৬০-এর দশকে বেশি কিছু ছবিতে অভিনয়ও করেন সেলিম খান। তবে ১৯৭১ সাল থেকে চিত্রনাট্য লেখায় মনোযোগ দেন। ২০১৪ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর