শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বলিউডে শাহরুখের জায়গা নেবে আরিয়ান: সালমান খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

বলিউডে শাহরুখের জায়গা নেবে আরিয়ান: সালমান খান 

নির্মাতা হিসেবে বলিউডে হাতেখড়ি হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের। তবে সালমান খান চান ক্যামেরার সামনে কাজ করুন তিনি। তার প্রত্যাশা একদিন বি-টাউনে শাহরুখের জায়গা নেবেন আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সৌদি আরবের রিয়াদে জয় ফোরাম ইভেন্টে একফ্রেমে পাওয়া গেছে সালমান, আমির ও শাহরুখ খানকে। বিদেশের মাটিতে বসে তিন দশকের বন্ধুত্ব, ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। সেখানেই এরকম মন্তব্য করেন ভাইজান।  


বিজ্ঞাপন


সালমান বলেন, ‘আরিয়ান একটা ওয়েব সিরিজ তৈরি করেছে, দ্য় ব্য়াডস অব বলিউড। এটা সত্যিই দুর্দান্ত। ওর বেড়ে ওঠাও একইরকম। সে চায়নি তবে আমি তাকে ক্যামেরার সামনে দেখতে চাই, এবং ওর সুপার সিরিয়াস বাবা… এবং যেমনটি আমি আগেই বলেছি, আরিয়ানই একমাত্র ব্যক্তি যে কোনোদিন শাহরুখের জায়গা নিয়ে ও খুশি হবে।' 

এ সময় শাহরুখ হাসতে হাসতে বলেন, ’সালমানের যদি ছেলে থাকত, আমি চাই সে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় নক্ষত্র হোক। তাই আমরা এ নিয়ে কাজ করছি। তবে সলমন যেমন বলেছিলেন, এখন সমস্ত তরুণরা খুব ভিডিও-লিটারেট এবং এটি আরিয়ানকে অনেক সাহায্য করেছে।'

গেল মাসে মুক্তি পায় আরিয়ানের প্রথম নির্মাণ ‘ব্যাডস অব বলিউড’। বলিউডের কঙ্কালসার অবস্থা দেখিয়েছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর