শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শুটিং সেটের ভিডিও প্রকাশ করে ডলার কামানো কতটুকু নৈতিক, প্রশ্ন নিলয়ের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

শুটিং সেটের ভিডিও প্রকাশ করে ডলার কামানো কতটুকু নৈতিক, প্রশ্ন নিলয়ের
নিলয় আলমগীর

ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে শুরু করলেও, পরে টিভি পর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নিলয়। যেখানে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক পোস্টে শুটিং সেটের ভিডিও প্রকাশকারীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লিখেছেন, পারশ্রমিক নেওয়ার পরেও যারা ফেসবুক থেকে ডালার কামানোর জন্য নাটকের বিহাইন্ড দ্য সিনের ভিডিও প্রকাশ করেন ব‍্যাপারটা কতটুকু নৈতিক? 

481298270_1242372943901699_1986772709204192704_n

নিলয় লিখেছেন, ‘নাটকের প্রযোজক বা চ‍্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানায়। ইউটিউব, ফেইসবুক, টিভি, ব্র‍্যান্ডিং থেকে সেই টাকা উঠানোর চেষ্টা করে।সেই নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালক, সহকারি পরিচালক, সিনেম‍্যাটোগ্রাফার, প্রডাকশন, লাইটগ‍্যাফার, মেকআপ, হাউজ, স্ক্রিপ্টরাইটার, ফটোগ্রাফার সহ সংশ্লিষ্ট সব পেশার মানুষকে তার পারশ্রমিক দিয়ে দেয়া হয়।’

তিনি যোগ করেন, ‘তারপরও শুটিং চলাকালীন কেউ কেউ নাটকের বিটিএস (বিহাইন্ড দ্য সিনস) তার ফেইসবুক আইডি বা পেইজে পোস্ট করে ডলার কামানোর চেষ্টা করে। ব‍্যাপারটা কতটুকু নৈতিক? তাদের জিজ্ঞেস করলে বলে প্রমোশন করছি। এই প্রমোশন নাটকের প্রযোজকের জন‍্য কতটুকু লাভজনক সেটা প্রযোজকই ভালো জানেন। প্রমোশন করতে হলে প্রযোজক নিজে বলবে অথবা তাদের নিজের চ‍্যানেল বা পেইজে প্রমোশন করবে।’

image

সবশেষে তিনি লিখেছেন, ‘আবার ইউনিটের কেউ কেউ সিক্রেট চ‍্যানেল ওপেন করেছে সেই বিটিএস দিয়ে। খোঁজ নিলে দেখা যাবে তারা সহকারি পরিচালক অথবা ডিওপি এর সহকারি। তারা নিজেরা শুটিং সেট থেকে বিটিএস সংগ্রহ করতে না পারলে আর্টিস্টদের আইডি বা পেইজ থেকে বিটিএস সংগ্রহ করে তাদের গোপন চ‍্যানেলে দিচ্ছে। যে যেটাই করছে তাতে ক্ষতি হচ্ছে প্রযোজকের। এখন কোনো প্রযোজক যদি আইনী পদক্ষেপ নেয় তাহলে বিপদে পরবে কারা?’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর