এই মুহূর্তে বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে। তার উত্তাপ এসে লেগেছে বাংলাদেশেও। দেশের অধিকাংশ মানুষই ফুটবল বিশ্বকাপ বলতে ওই ব্রাজিল-আর্জেন্টিনাকেই বোঝায়। এই দুই পরাশক্তিকে নিয়েই তাদের যত উন্মাদনা।
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা একে অন্যকে সহ্য করতে পারেন না। কখনও তা মাত্রা ছাড়িয়ে যায়। এবার এমন এক কাণ্ড ঘটালেন অভিনেতা নিলয় আলমগীর। এক ব্রাজিলের সমর্থককে দিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক নিলয় শ্রীমঙ্গলের একটি রাস্তা পরিষ্কার করিয়েছেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।
বিজ্ঞাপন
তবে এতে ব্রাজিল সমর্থকদের উত্তেজিত হওয়ার কিছু নেই। কেননা নিলয় সত্যিকার অর্থে এমন কোনো কাজ করেননি। তিনি মূলত তার ব্রাজিল সমর্থক স্ত্রীকে টিপ্পনী কাটতেই এ মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে নিলয় একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শ্রীমঙ্গলের কোনো এক রাস্তায় এই অভিনেতা নিজের স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে আছেন। তার স্ত্রীর বোরখার নিচের বেশ খানিকটা অংশ রাস্তায় ছড়িয়ে আছে। এ ছবির ক্যাপশনে নিলয় লিখেছেন, ‘ব্রাজিলের সাপোর্টারকে দিয়ে শ্রীমঙ্গলের রাস্তাটা পরিষ্কার করালাম।’
মুহূর্তেই নিলয়ের পোস্টে এসে ভিড় জমিয়েছেন নেটিজেনরা। ক্যাপশন দেখে আর্জেন্টিনার সমর্থকরা মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে ব্রাজিলের সমর্থকরা এর বিরোধিতা করেছেন। তার স্ত্রীর পক্ষ নিয়েছেন তারা।
বিজ্ঞাপন
আরআর

