সামাজিক মাধ্যম সরগরম কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে। এতদিন ইতিবাচকভাবে আলোচনায় এলেও এবার সমালোচিত হচ্ছেন তিনি। স্ত্রীকে অস্বীকারের পাশাপাশি বাবা-মাকে দেখাভাল না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবার বিষয়গুলো নিয়ে মুখ খুললেন রিপন।
বিয়ে গোপন করা নিয়ে সংবাদমাধ্যমকে রিপন বলেন, ‘দেড় বছর আগে ভাইসাবের (কনটেন্ট ক্রিয়েটর) ভিডিওতে আমি বিয়ে, বউ নিয়ে কথা কইছি। কিন্তু উনারা আমাকে এত জেরা করতেছিল, শেষে আমি তেড়ামি করে বলছি, আমি বিয়া করিনি। এইটা যে আমার জীবনরে এমন করব, তা কল্পনা করিনি।’
বিজ্ঞাপন
বাবা-মায়ের অভিযোগ নিয়ে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘একটি আধা পাকা ঘর বানতেছি। কাজ কিন্তু অনেক বাকি। তিনটা রুম, একটায় আমি বউ–বাচ্চা নিয়া থাকুম। আরেকটায় আব্বু-আম্মু থাকবেন। আমি তাঁদের দেখি না কোথায়? কোন মাসে আমি টাকা দিইনি, এটা জিজ্ঞেস করতেন। আপনারা বলতে পারেন, আমার তাঁদের আরও দেখা দরকার, আমি অবশ্যই দেখব। বাপ–মা তো আমার, তাই না?’
এক পর্যায়ে রিপন জানান, তিনি টাকার জন্য না, শখে ভিডিও বানানা। প্রয়োজনে কনটেন্ট ক্রিয়েশন ছেড়ে দেবেন উল্লেখ করে বলেন, ‘ভাই আমি কাঠমিস্ত্রি, আল্লাহর রহমতে সব পারি। এটা দিয়েই আমার জীবন চলব। কর্ম জানা মানুষের আটকে থাকতে হয় না। প্রয়োজনে ভিডিও আর বানামু না। এতে কিছুই হবে না।’
এদিকে রিপন মিয়ার মা ফাতেমা বেগম বলেন, ‘আশপাশের কত মানুষ কয়, “তোমার ছেলে লাখ লাখ টাকা কামাই করে, বিদেশ ঘুরে, তোমারে কী দিছে।” এরা আওয়ার পর আমি বুজ্জি না হেরা যে সাংবাদিক। মনে করছি, আমরারে সাহায্য করব আরও। আমার ছেলেও আরও উপরে উঠব। লোভে পড়ছিলাম বাপ। লোভে পড়ে কুড়াল দিয়া আমার বাপটারে (রিপন) শেষ করলাম। কত কষ্ট কইরা বড় করছি ওরে, আইজকা আমি কী করলাম।’
গেল সোমবার নিজের ফেসবুকে রিপন মিয়া টিভি সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ আনেন। এর পরদিন মঙ্গলবার এক বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে রিপনের বিয়ে অস্বীকার এবং বাবা-মায়ের দেখভাল না করার বিষয়গুলো। তার-ই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন এ কনটেন্ট ক্রিয়েটর।

