মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়: রিপন মিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

ইন্টারভিউ না দিলে প্রাণ মাসের হুমকি দেওয়া হয়: রিপন মিয়া

‘হা হা হা এটাই বাস্তব, আই লাভ ইউ’ শুনলেই প্রথমে যে নামটি মাথায় আসে তিনি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। নেত্রকোনার আঞ্চালিক ভাষায় বিভিন্ন কনটেন্ট বানিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। দীর্ঘ ৯ বছর ধরে কনটেন্ট তৈরি করে আসা রিপন এবার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন। ফেসবুক পেজ হ্যাকিংয়ের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি পেরিয়ে এবার তাঁর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

আজ সোমবার (১৩ অক্টোবর) রিপন তাঁর ফেসবুকে লেখেন, ‘আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি।’ 

536422338_1333562451662713_8920018022462366879_n

তিনি যোগ করেন,’আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।’

রিপন মিয়া অভিযোগ করে বলেন, ‘আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।’

539999923_1341969984155293_1849014807717917400_n

এখানে শেষ না তিনি আরও বলেন, ‘আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।’

সবশেষে রিপন লেখেন, ‘টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন।’ 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর