শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিপন মিয়ার পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

রিপন মিয়ার পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির 

আজ সোমবার দুপুর থেকে আলোচনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সামাজিক মাধ্যমে তিনি অভিযোগ এনেছেন টিভি সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছেন। পাশাপাশি ফেসবুক পেজ হ্যাকিংয়ের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগও আনেন। 

মুহূর্তেই ভাইরাল হয় রিপনের সে পোস্ট। সামাজিক মাধ্যমে অনেকেই তার পাশে দাঁড়ান। এবার এ তালিকায় নাম উঠল সালমান মুক্তাদিরের। 


বিজ্ঞাপন


আজ সোমবার নিজের ফেসবুকে সালমান লিখেছেন,‘ভাই, আপনার যে জ্ঞান এবং মূল্যবোধ আছে, ওটা যদি আমাদের সবার থাকতো, তাহলে আজকে আমরা একটা শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হতাম। রিপোর্টিং-এর নামে এই হয়রানির যে "সংস্কৃতি" সেটাকে মোকাবেলা করার কোনো উপায় নেই।’

এরপর লেখেন,‘তবে আমি বিশ্বাস করি, মোস্তফা সরয়ার ফারুকীর অবশ্যই এই বিষয়টি দেখা উচিত। আর শুধু রিপন মিয়ার জন্য নয়। প্রত্যেক একক নাগরিকের এই শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা থাকা উচিত।’

শেষে সালমান লিখেছেন, ‘রিপন মিয়া একজন রত্ন। আর যদি আমরা তার মতো মানুষদের যত্ন না নিই, তাহলে আমরা তাকেও হারাতে চলেছি। আমাদের আরও দয়া, আরও আন্তরিকতা, আরও যত্ন এবং আরও ভালোবাসা দরকার। দেশ এসবের সবটুকু হারিয়েছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর