ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত বাপ্পারাজ। বহু বছর ধরে খানিকটা আড়ালে থাকলেও হঠাৎ করেই আবারও আলোচনায় এই জনপ্রিয় অভিনেতা। তার একটি পোস্ট ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছেন।
রোববার (১২ অক্টোবর) রাত ৮টায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মন খারাপের পোস্ট দিয়েছেন বাপ্পারাজ। নিজের একটি কালো চশমা পরিহিত ছবি পোস্ট করেছেন। এতে কপালে চিন্তার ভাজ। ছবিতে বিমর্ষ হয়ে দূরে তাকিয়ে আছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘বিদায়।’
বিজ্ঞাপন
বাপ্পারাজের এ পোস্ট নজর এড়ায়নি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। একজন লিখেছেন, “আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’ এবং নায়করাজের বড় ছেলে। তাপ ‘বিদা’ ক্যাপশন লেখা যতটা সহজ। দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়াটা ঠিক ততোটা কঠিন।”

অন্য একজন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘এরকম শব্দ অনেকেই মেনে নিতে পারে না। দোয়া করি আপনি সবসময় ভালো থাকবেন’। অভিনেতার কাছে অনেকেই জানতে চেয়েছেন, কোথায় যাচ্ছেন? অনেকে মনে করছেন বিরহের নায়ক ইমেজ ছেড়ে অ্যাকশন চরিত্রের আত্মপ্রকাশের অপেক্ষায় তিনি। পুরোনো চরিত্রকে বিদায় জানাতেই অভিনেতার রহস্যজনক পোস্ট। তবে কোনো মন্তব্যের জবাব দেননি এই তারকা অভিনেতা।
বিজ্ঞাপন
নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন বাপ্পারাজ। ক্যারিয়ারে তিনি সবার্ধিক ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন। বাপ্পারাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।
ইএইচ/

