শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমি সবসময় নিয়ম মেনে কর দিয়েছি: তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১১:৫১ এএম

শেয়ার করুন:

আমি সবসময় নিয়ম মেনে কর দিয়েছি: তিশা

সময়মতো কর পরিশোধ না করায় অভিনয়শিল্পী মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই মর্মে গত রোববার (১৫ জুন) একটি প্রজ্ঞাপন প্রকাশ করে এনবিআর। 

এনবিআরের প্রজ্ঞাপনে নুসরাত ইয়াসমিন তিশা নামে একজনের নাম রয়েছে। নামের তালিকা প্রকাশের পর সামাজিকমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়। নাম বিভ্রাটের কারণে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয়। যা চোখ এড়ায়নি অভিনেত্রীর। 

486721054_18246156193304289_8176036929859037684_n

জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে অভিনেত্রীর নামের বিভ্রাটের বিষয় নিশ্চিত করেছেন অভিনেত্রী তিশা। রোববার (২২ জুন) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন,’সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

অভিনেত্রী তিশা যোগ করেন, ‘আমি, নুসরাত ইমরোজ তিশা। সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

502755340_18252922057304289_4880523154696795321_n

সবশেষে তিনি লিখেছেন, ‘প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ীরা, আপনাদের ভালোবাসা আর আস্থা সবসময় আমার সবচেয়ে বড় শক্তি।’
  
বলে রাখা ভালো, কর পরিশোধ হলেই জব্দকৃত তারকাদের ব্যাংক হিসাব স্বাভাবিক অবস্থায় ফিরবে।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর