রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌসুমী, বাপ্পারাজ, ফারিয়া, সাবিলার ব্যাংক হিসাব জব্দ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

মৌসুমী, বাপ্পারাজ, ফারিয়া, সাবিলা ব্যাংক হিসাব জব্দ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এ তালিকায় আছে জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরের নাম। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরইমধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।’


বিজ্ঞাপন


কর অঞ্চল-১২ চলতি মাসের ১৫ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকা দিয়ে ব্যাংক হিসাব জব্দের তথ্য জানানো হয়। সেখানে জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফের নামও রয়েছে। 

এদিকে অনেক দিন আমেরিকায় রয়েছেন মৌসুমী। ফলে এ প্রসঙ্গে পাওয়া যায়নি তার কোনো মন্তব্য। অন্যরা দেশে থাকলেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর