মডেলিং এর মাধ্যমে শোবিজে পা রাখেন আলোচিত অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০০৪ সালে তিনি মিস বাংলাদেশ নির্বাচিত হন। পরবর্তীতে তিনি টিভি নাটকে অভিনয় শুরু করে দর্শকমহলে জনপ্রিয়তা পান। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক ‘৬৯’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। বহু দর্শকপ্রিয় নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
বিজ্ঞাপন
একটা সময় মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন মডেল ও অভিনেত্রী তিন্নি। এখন শোবিজের রঙিন দুনিয়া ছেড়ে তিন্নি হয়ে গেছেন ঘরণী। তবে মাদক সেবনের মাধ্যমে শরীরে যে ক্ষতি করেছেন তা যেন পূরণ হওয়ার নয়।

শুক্রবার সামাজিকমাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার ইঙ্গিত দিয়ে তিন্নি লিখেছেন, ‘আমি কখনও ডাক্তার দেখাইনি এই ভেবে যে, হয়তো আমার কোনো বড় অসুখ হয়েছে। এবার আমি নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি অসুস্থ কিনা তা জানতে। আজ আমি ডাক্তারের সাথে দেখা করেছি। তিনি একজন চমৎকার মানুষ। আমাকে অনেকগুলো পরীক্ষা করাতে দিয়েছেন, কারণ তিনি চিন্তিত।’
কুমার শানুর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, বড় পদক্ষেপ গায়কের
বিজ্ঞাপন
সরাসরি নিজের অসুস্থতার কথা না বললেও অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। অভিনেত্রীর কথায়, ‘আমি সবার কাছে দোয়া চাইছি। যেন আমার প্রতিটি পরীক্ষার ফল ইতিবাচক আসে। আমি আমার মেয়েদের সঙ্গে নিয়ে অনেকদিন বাঁচতে চাই। আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাইলাম।’

সবশেষে তিন্নি লিখেছেন, “মনবজন্ম বড়ই মধুর, যদি হও মানুষ’– এটা কারও কথা বা কোটস না, এটা আমার কথা। আর আমার দাদুর কথা হলো, ‘মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর’। শুভ হোক মানব জনমের।”
২০১৭ সালে ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটকে আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করেন তিন্নি। এরপর তাঁকে আর অভিনয়ে পাওয়া যায়নি। বড় মেয়ে ওয়ারিশাকে নিয়ে চলে যান কানাডা। শোবিজ ক্যারিয়ারে শাকিব খানের বিপরীতে ‘সে আমার মন কেড়েছে’ সিনেমায় অভিনয় করেছিলেন এই মডেল।
পূজায় কাকে বেশি মনে পড়ে অপু বিশ্বাসের?
তিন্নি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চোখের বাইরে’, ‘স্বপ্নের নীল পরী’, ‘অপেক্ষা’, ‘সুখের অসুখ’, ‘কবি বলেছেন’, ‘দয়িতা’, ‘সেই তুমি’, ‘কাগজের ঘর’, ‘ভালোবাসার শুরু’, ‘চোখে আমার তৃষ্ণা’, ‘তোমায় দিলাম পৃথিবী’, ‘তুমি আমার অহংকার’, ‘লীলাবতী’, ‘জেগে থেকো’, ‘একই বৃন্তে’ ইত্যাদি।
ইএইচ/

