ফের মা হচ্ছেন বলিউডের চিরসবুজ অভিনেতা অনিল কাপুর কন্যা অভিনেত্রী সোনম কাপুর। দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন সোনম। ইতোমধ্যে সোনম প্রথম ট্রাইমিস্টার পার করে এসেছেন। খুব শিগগিরই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নেবেন তিনি। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
এর আগে গত মে মাসে সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামীর হাত ধরে চিকিৎসকের কাছে যান অভিনেত্রী। পাপারাজ্জিদের পোস্ট করা ভিডিওতে ঢোলাঢালা সাদা ক্যাজুয়াল পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। তখন থেকে গুঞ্জন ছিল দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন এই অভিনেত্রী।

২০১৮ ব্যবসায়ী আনন্দ আহুজুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোনাম কাপুর। সাত বছরের দাম্পত্য জীবন তাদের। এবার দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন এ দম্পতি। ২০২২ সালের সোনম-আনন্দের জীবনে আসে বায়ু। আপাতত ছোট বায়ুকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। প্রমাণ মিলেছে সোনমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছেলেকে সময় দিতেই শোবিজের লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে খানিকটা দূরে তিনি।
দীর্ঘ অভিনয় জীবনের দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। অভিনেত্রীর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘প্রেম রাতান ধান পায়ো’, ‘নীরজা’, ‘ভাগ মিলখা ভাগ’,‘ভীর দি ওয়েডিং’, ‘দ্য জোয়া ফ্যাক্টর’। সোনামকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্লাইন্ড’ ছবিতে। অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন পূরব কোহলি।
ইএইচ/

