সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পেছন থেকে আমার বুকে হাত দেয়, যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সোনম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

পেছন থেকে আমার বুকে হাত দেয়, যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সোনম

মাঝে মাঝেই অভিনেত্রীদের যৌন হেনস্থার খবর শোনা যায়। বলিউড অভিনেত্রী সোনম কাপুরেরও রয়েছে এ অভিজ্ঞতা। বলিউডের স্টার কিড হয়েও পড়তে হয়েছিল বীভৎস এক অভিজ্ঞতার মুখে। যা আজও ভুলতে পারেননি তিনি।  

সোনম সবসময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা। অজ্ঞাত এক ব্যাক্তির হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন অনিল কাপুরের কন্যা। অভিনেত্রীর সঙ্গে ঘটনাটি ঘটে ১৯৯৯ সালে। তখন সোনামের বয়স মাত্র ১৪ বছর। 

500244800_1279644156850771_1120990375152660864_n

২০১৬ সালে রাজীব মাসান্দের ‘দ্য বলিউড রাউন্ড টেবিল’ শো উপস্থিত হয়ে কিশোর বয়সে ঘটে যাওয়া ঘটনাটি প্রকাশ করেছিলেন। সোনমা জানান, তার বয়স তখন ১৩ বা ১৪ বছর হবে। একবার বন্ধুদের সঙ্গে গেইটি গ্যালাক্সি থিয়েটারে রাভিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের একটি ছবি দেখতে গিয়েছিলেন। সেদিন এক বন্ধুর জন্মদিন ছিল। সবাই দোকানে শিঙ্গাড়া কিনতে যায়। মেয়ে বন্ধুরা একে অপরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে ছিল। তখনই পেছন থেকে একজন অজ্ঞাত ব্যক্তি এসে তাদের শ্লীলতাহানি করে।   

অভিনেত্রীর কথায়, ‘একজন লোক পেছন থেকে এসে আমার স্তনে হাত দেয়। ওই ঘটনায় হঠাৎ করেই আমি কেঁপে উঠেছিলাম। আমি তখন বুঝতে পারিনি কী করব। আমি কাঁদতে শুরু করেছিলাম। অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম।’ 

492321232_1259297185552135_9091491193282140418_n

সোনম কাপুর সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। অভিনেত্রীকে সর্বশেষ ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমা দেখা যায়। আজকাল তিনি ছেলে বায়ুর সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর