সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একই আকাশের নিচে গড়ে উঠেছে মন্দির, মসজিদ: সোনম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

একই আকাশের নীচে গড়ে উঠেছে মন্দির, মসজিদ: সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ক্যারিয়ার দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ ছবি। বছরে তিন আগে মা হয়েছেন। তাই অভিনয় থেকে বেশ কিছু দিন দূরে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী। গতকাল রোববার ছিল বিশ্ব মা দিবস। সেই উপলক্ষ্যে দেওয়া একটি পোস্ট ছুঁয়ে গেছে ভারত-পাকিস্তান পরিস্থিতিও। 

ফের মা হচ্ছেন সোনম কাপুর!


বিজ্ঞাপন


অভিনেত্রীর পোস্টে দেখা গেছে, ভারতের একটি মানচিত্রের ছবি। সেই মানচিত্রের পাশে রয়েছে বিভিন্ন ধর্ম পরিচিতির চিহ্ন। এই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন অভিনেত্রীর পরিবারের মায়েদের ছবি। 

download_(11)_(1)

ওই পোস্টের ক্যাপশনে সোনম লিখেছেন, ‘মা হলেন নরম মুখের আড়ালে শক্তির উৎস। মায়ের জন্য ভালোবাসার ভাষা শুনেছি। মা শিখিয়েছেন সব কিছুর ঊর্ধ্বে মাতৃত্ব। মা আসলে ভারতমাতার প্রতিরূপ। একই আকাশের নিচে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার। এই ভূমিতে বিভেদ নয়, ভালোবাসাই আসল। তা উচ্চস্বরে বলা যায়।’  

সোনমের সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার


বিজ্ঞাপন


হরিবংশ রাই বচ্চনের কবিতার দুই পংক্তিও জুড়েছেন সোনম। সবশেষে অভিনেত্রী লেখেন, ‘শুধু আমার মা নয়। যে মায়েরা সকলকে ভালোবাসতে শিখিয়েছেন, তাদের মা দিবস উৎসর্গ করছি। আমি এই ভারতকে দেখে বড় হয়েছি এবং ভারতকে বিশ্বাস করি।’ 
 
ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর